কোচবিহার: ২১১ বছরের প্রাচীন মদন মোহন দেবের রাস (Madan Mohan Dev Rash Mela) উৎসব। যার অপেক্ষায় থাকেন গোটা কোচবিহারবাসী। গোটা উত্তরবঙ্গের মধ্যে অন্যতম ঐতিহ্যবাহী উৎসব হল এই রাসমেলা (Rash Mela Cooch behar )। সময়ের সঙ্গে বাংলার অনেক পুরনো সংস্কৃতি আজ গুরুত্ব হারিয়েছে। রাসের মেলার ঐতিহ্য, তা নিয়ে মানুষের উন্মাদনা আজও ধরে রেখেছে কোচবিহারবাসী। শুধুমাত্র কোচবিহারবাসী নয়, এখানে ভিড় করেন বাইরের প্রচুর পর্যটকও।
১৮৯০ সালে কোচবিহারের মহারাজা নৃপেন্দ্রনারায়ণের আমলে মদনমোহন মন্দির স্থাপিত হয়। সেই সময় থেকেই এখানে রাস মেলা হয়ে আসছে। এই রাসের মেলায় প্রতি বছর হাজার-হাজার মানুষ ভিড় করেন। রাজ আমলে শুরু হওয়া এই ঐতিহ্যবাহী মেলার মূল আকর্ষণ রাস চক্র, পুতনা রাক্ষসী এবং মহাভারতের বিভিন্ন চরিত্রের মূর্তি। মদনমোহন বাড়ি চত্বরে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে রাস মেলার প্রস্তুতি পর্বের কাজ। দ্রুত গতিতে চলছে এই কাজ। রাস মেলা উপলক্ষে সেজে উঠছে গোটা মদন বাড়ি চত্বর। মদন বাড়ি চত্বরে আগাছা ও জঙ্গল সাফাই থেকে শুরু করে প্যান্ডেল তৈরির কাজ চলছে। প্রতিবছরের মতো এই বছরও রাসমেলা উপলক্ষে মদনমোহন বাড়িতে বসবে যাত্রাপালার আসর।
আরও পড়ুন: দুটি ব্লকের সংযোগকারী সড়কের বেহাল দশা
আগামী ২৭ নভেম্বর থেকে কোচবিহারে রাসের মেলা শুরু। ২৬ নভেম্বর মদনমোহন মন্দিরে রাসচক্র ঘুরিয়ে শুরু হবে উৎসব। রাসমেলার প্রধান আকর্ষণীয় হল এই রাসচক্র। রাসমেলা প্রসঙ্গে কোচবিহার (Cooch behar) পৌরসভার চেয়ারম্্যান রবীন্দ্র নাথ ঘোষ জানান, মেলার প্রস্তুতি চলছে। ডি এম, পুলিশ সুপার, কোচবিহার পৌরসভার উদ্যোগে নিশ্চ্ছিদ্র সুরক্ষা ব্যবস্থা দেওয়া হবে মেলায় আগত দর্শণার্থী ও পুন্যার্থী দের। এছাড়াও গতবারের মত এবারেও ভালো বেচা কেনা হবে মনে জানান তিনি।
আরও অন্য খবর দেখুন