কলকাতা: ২১ জুলাইয়ের প্রস্তুতি চূড়ান্ত। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ থেকে কয়েক লক্ষ মানুষ ইতিমধ্যেই কলকাতার আশপাশের বিভিন্ন ক্যাম্পে উপস্থিত হয়েছেন। তাদের মধ্যে মূলত দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর থেকে যারা আসবেন তাঁদের জন্য বিধাননগরে মেলা প্রাঙ্গণ ও সল্টলেকে থাকার ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও শিয়ালদহর পাশে একটি ক্যাম্পে থাকার ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম ও পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম থেকে যাঁরা আসবেন, তাঁদের জন্য হাওড়া স্টেশনের পাশাপাশি নেতাজি ইন্ডোর স্টেডিয়াম ও ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে রাত্রিযাপনের ব্যবস্থা করা হয়েছে।
কলকাতা জুড়ে ক্যাম্প করা হয়েছে ৪৩টি। এছাড়াও আশপাশে যেমন গীতাঞ্জলি স্টেডিয়ামে ও বিনানি হাউসে রাত্রিযাপনের থাকার ব্যবস্থা করা হয়েছে। মূল মঞ্চ থেকে প্রায় ৩ কিলোমিটার পর্যন্ত সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা করা হয়েছে। তাছাড়া হাজার হাজার তৃণমূল কংগ্রেসের কর্মী মূল মঞ্চতে আসতে পারবে না। তাই প্রায় ২০০টি এলিডি স্ক্রিনের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া যে ৪৩টি ক্যাম্প আছে সেই ক্যাম্পে পর্যাপ্ত জল-খাবারের ব্যবস্থা এবং ওষুধের ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও গোটা শহর জুড়ে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও বৃষ্টির কথা ভেবে ধর্মতলার আশপাশে কয়েকটি জায়গাকে অস্থায়ীভাবে আচ্ছাদনের ব্যবস্থা করা হয়েছে। ধর্মতলাতে তিনটি মঞ্চ করা হয়েছে।
আরও পড়ুন: Gujrat Incident | ভয়াবহ দুর্ঘটনা গুজরাতে, মৃত ৯
মূলমঞ্চ থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের প্রথম সারির নেতারা। দ্বিতীয় স্টেজে থাকবেন শহীদ পরিবারের সদস্যরা। তাঁর মধ্যে রয়েছেন এবারের নির্বাচনে মৃত ব্যক্তিদের পরিবারের ব্যক্তিদের পরিবার। অন্য যে মঞ্চ সেখানে থাকবেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক এবং চলচ্চিত্র জগৎসহ অন্যান্য জগতের বেশ কিছু বিশিষ্ট ব্যক্তি।