খড়দহ : তর্পণ করে ২১ জুলাই এর শহীদদের প্রতি শ্রদ্ধা খড়দহ যুব শহর তৃণমূল কংগ্রেসের সভাপতির। ১৯৯৩ সালের ২১ জুলাই (21 July) কলকাতার মেয়ো রোডে (Kolkata Mayo Road ) পুলিশের সঙ্গে সংঘর্ষ ও গুলিতে নিহত হয়েছিল ১৩ জন কংগ্রেস কর্মী। ২০০৯ সাল থেকে এই ১৩ জন শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে তর্পণ করে যাচ্ছেন খড়দহ শহর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি দিব্যেন্দু চৌধুরী। আজও তার ব্যতিক্রম হয়নি। খড়দহ কাঠিয়া বাবা আশ্রম ঘাটে ১৩ জন শহীদদের তর্পনের মাধ্যমে শ্রদ্ধা জানালো খড়দহ যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি দিব্যেন্দু চৌধুরী ও এলাকার তৃণমূল কর্মী সমর্থকরা। তর্পনের মাধ্যমে শহীদদের শ্রদ্ধা জানানোর পাশাপাশি সভাপতি দিব্যেন্দু চৌধুরী বলেন, ‘আজকে ধর্মতলায় শহীদ মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বার্তা দেবে সেই বার্তাকে পাথেয় করে আমরা ২০২৪ এর লক্ষ্যে এগিয়ে যাব।
তৃণমূলের শহিদ সমাবেশই শুধু এবার নয়, পঞ্চায়েত নির্বাচনে (Panchayat Elections 2023) বিপুল ব্যবধানে জয়ের পর হচ্ছে এই সমাবেশ। বাড়তি উচ্ছাস তৃণমূলের কর্মী সর্থকদের মধ্যে। ২১ জুলাইয়ের সমাবেশের যোগ দিতে উত্তর-দক্ষিণ বিভিন্ন প্রান্ত থেকে স্থলপথে ও জলপথে ধর্মতলার উদ্দেশে রওনা দিয়েছেন কয়েক হাজার তৃণমূল কর্মী। বিভিন্ন জেলা থেকে দলের কর্মীরা ইতিমধ্যেই কলকাতার বিভিন্ন প্রান্তে শহরে পৌঁছে গিয়েছেন। বিধাননগরের সেন্ট্রাল পার্ক, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র, দক্ষিণ কলকাতার গীতাঞ্জলি স্টেডিয়ামে থাকা তৃণমূলের নেতা-কর্মীরা সকাল হতেই ধর্মতলার উদ্দেশে রওনা দিয়েছেন।
আরও পড়ুন: Shahid Dibas | Abhishek Banerjee | শহীদ দিবসে অভিষেকের টুইট, শ্রদ্ধা জানাল তৃণমূলও
লোকসভা ভোটের প্রস্তুতি এখন থেকেই এই সব আসনে শুরু করতে তৎপর তারা। ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর- জঙ্গলমহলের এই চার লোকসভা আসন তৃণমূলের নজরে। লোকসভা নির্বাচনকে সামনে রেখেই একুশে জুলাইয়ের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের জাতীয় রাজনীতি পাশাপাশি রাজ্যের তৃণমূলের কর্মী সমর্থকদের সংগঠনের কাজে কী কী বিষয়ে গুরুত্ব দিতে হবে সেই সম্পর্কেও বার্তা দিতে পারেন বলেও মনে করছে রাজনৈতিক মহল।