বসিরহাট: খাবারে বিষক্রিয়া (Food Poisoning)! বসিরহাটে অসুস্থ হয়ে ২০০জন (200 People Sick Basirhat) ভর্তি হাসপাতালে। সূত্রের খবর, হিঙ্গলগঞ্জের (Hingalganj) ঘুমটি এলাকায় খাদ্যে বিশক্রিয়া হয়ে দুই শতাধিক অসুস্থ। ৭০ জন যোগেশগঞ্জ ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে ভর্তি রয়েছেন। এখন ৩০ জনের মতো চিকিৎসাধীন (Hospitalized)। গ্রামে মেডিকেল ক্যাম্প করা হয়েছে। অসুস্থদের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানান চিকিৎসক।
আরও পড়ুন: জীবিত মানুষকে মৃত বলে ঘোষণা, ভোট না দিয়ে ফিরতে হল বৃদ্ধাকে
বুধবার একটি ধর্মীয় অনুষ্ঠান বাড়িতে খাওয়ার পর গ্রামবাসীরা একে একে অসুস্থ হয়ে পড়ে । ডায়েরিয়া মাথার যন্ত্রণা শরীরের উচ্চ তাপমাত্রা নিয়ে অসুস্থ পড়েছেন ২০০ জন মতো। তাদেরকে যোগেশগঞ্জ গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই তাদের চিকিৎসা শুরু হয় । এরপর বেশ কিছু রোগী সুস্থ হয়ে গেলে তাদেরকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। এখনও ৩০ জন হাসপাতালে ভর্তি। এবং গ্রামেও অসুস্থ ব্যক্তিদের চিকিৎসার জন্য গ্রামে একটি মেডিকেল ক্যাম্প করা হয়েছে, সেখানে তাদের চিকিৎসা চলছে।
অন্য খবর দেখুন