মোদী সরকারকে রীতিমতো চাপে ফেলে দিয়েছে ইন্ডিয়া মহাজোট। এই পরিস্থিতিতেই দুদিনের জন্য মনিপুর সফরে যাচ্ছেন ইন্ডিয়া সংগঠনের সাংসদরা। যার ফলে আরও চাপ বাড়ল কেন্দ্রীয় সরকারের।
মণিপুরের বর্বরোচিত ঘটনায় উত্তাল গোটা দেশ। এই পরিস্থিতিতে মণিপুর সফরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ইন্ডিয়া মহাজোটের নেতারা। তার জন্য ২০ জনের তালিকা তৈরি হয়েছে। সেখানে সব দলের প্রতিনিধি রয়েছেন। জানাগিয়েছে সেখানে গিয়ে তাঁরা পরিস্থিতি সরজমিন খতিয়ে দেখে একটি রিপোর্ট তৈরি করবেন।
আরও পড়ুন: <Fourth Pillar | মেরে ঘর আ কে তো দেখো
এই প্রতিনিধিদলে রয়েছে, অধীররঞ্জন চৌধুরী, গৌরব গগৈ, রাজীব রঞ্জন, কানিমোঝি, সন্তোষ কুমার, এএ রহিম, সুশীল গুপ্তা, অরবিন্দ সাওয়ান্ত-সহ ২০ জনের টিম। তৃণমূল কংগ্রেসের প্রাক্তন রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেবের নেতৃত্বে এই প্রতিনিধিদল যাবে মণিপুর। এদিকে, ইতিমধ্যেই মণিপুরে ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে কালো পোশাক পরে সংসদে আসেন।
সোমবার মণিপুর ধর্ষণকাণ্ডে সপ্তম অভিযুক্তকে গ্রেপ্তার করেছে মণিপুর পুলিশ। অভিযোগ, ওই দুই মহিলাকে বিবস্ত্র করে ঘোরানোর ঘটনায় যুক্ত ছিল এই ব্যক্তি। উল্লেখ্য, এই গোটা ঘটনার তদন্তভার সিবিআইকে দেওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।