কলকাতা: মানসিক হেনস্থা ও পরীক্ষায় বসতে না দেওয়ার প্রতিবাদে এবার উপাচার্যের দফতরের সামনে অবস্থান-বিক্ষোভে বসল বিশ্বভারতীর বিনয় ভবনের এম.এড (M.ed) দুই পড়ুয়া। ওই দুই পড়ুয়ার নাম সৌরভ পান প্রতিবন্ধী ছাত্র ও মৌসুমি পাত্র। তাঁদের অভিযোগ, বিভাগীয় প্রধান ও কো-অর্ডিনেটের বিরুদ্ধে।
পড়ুয়াদের অভিযোগ, আমাদের এম.এড (M.ed) সেমেস্টার পরীক্ষা চলছে। শুধুমাত্র উপস্থিতির হারের সংখ্যা কম বলে তাঁদের সেই পরীক্ষায় বসতে দেওয়া হচ্ছে না। অথচ এই অভিযোগ আদৌ সত্য নয়। আমরা বারবার অভিযোগ জানানো সত্বেও মানসিকভাবে হেনস্থা করছেন বিভাগীয় প্রধান পার্থপ্রতিম শিকদার এবং এম.এড (M.ed) কো-অর্ডিনেটর সরিতা আনন্দ। বিশ্বভারতী কর্তৃপক্ষকে জানানো সত্বেও কোনও পদক্ষেপ নেয়নি বলে দাবি করেছেন তাঁরা। এরই প্রতিবাদে এদিন তাঁরা বিশ্বভারতীর উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান বিক্ষোভে বসে। যদিও এ বিষয়ে বিশ্বভারতী কর্তৃপক্ষের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
আরও পড়ুন: ফের মুখ্যমন্ত্রীকে কুরুচিকর মন্তব্য, এবার কাঠগড়ায় বারাসতের বিজেপি প্রার্থী
দেখুন আরও অন্যান্য খবর: