ডায়মন্ড হারবার: করোনার (Corona Virus) কড়াল গ্রাস থেকে এবার রক্ষা পেল না বাংলাও। রাজ্যে ফের নতুন করে করোনা আক্রান্তের হদিশ মিলল। জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটের ২ নম্বর ব্লকের দু’জন কোভিডে আক্রান্ত (Corona Affected) হয়েছে। তাদের দু’জনেরই বয়স কম। আক্রান্তদের মধ্যে একজন কিশোর ও অপরজন বছর কুড়ির তরুণী। আক্রান্তদের আচমকাই শ্বাসকষ্ট শুরু হয়। এরপর তাঁদের দুজনকেই ডায়মন্ড হারবার হাসপাতালে ভর্তি করা হয়। আরটিপিসিআর পরীক্ষায় দেখা যায় তাঁদের দুজনের শরীরেই কোভিড-১৯ ভাইরাস বাসা বেঁধেছে। এর আগে চলতি মাসে কেরালায় ১৮২ জন আক্রান্তের হদিশ মিলেছে। যার জেরে মৃত্যু হয়েছে দু’জনের।
এরপর থেকেই রাজ্যজুড়ে জোরদার করা হয়েছে নজরদারি। বর্তমানে জেলা প্রশাসন এলাকাবাসীদের সতর্ক করেছে। স্বাস্থ্য দফতরের তরফে আতঙ্কের কোনও কারণ নেই বলে দাবি করা হয়েছে। সব মিলিয়ে বাংলায় মোট তিনজন কোভিড আক্রান্তের হদিশ পাওয়া গিয়েছে।
আরও পড়ুন: ফের ডিজিটাল অ্যারেস্টের শিকার! বৃদ্ধের অ্যাকাউন্টে থেকে গায়েব ৩০ লক্ষ
উল্লেখ্য, মাস্ক (Mask), স্যানিটাইজার (Sanitizer), শারীরিক দূরত্ব বজায় রাখা (Social Distance), কোয়ারেন্টাইনের মতো শব্দগুলো এখন সকলেরই পরিচিত। ২০১৯ সালের শেষ দিক থেকে এই শব্দগুলো আমাদের জীবনের সঙ্গে জুড়ে গিয়েছে। কারণ, সেই সময় চিন থেকে ছড়িয়ে পড়ে প্রাণঘাতী করোনা ভাইরাস। বিশ্বজুড়ে এই ভাইরাসে আক্রান্ত হয়ে ৭০ লক্ষের বেশি মানুষ প্রাণ হারান। বহু কষ্টের পর সেই কঠিন সময় কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরেছে দেশবাসী। তবে এরই মাঝে আবারও আশঙ্কার মেঘ। ফের দেশে মাথাচারা দিয়ে উঠছে করোনা ভাইরাস। নতুন ভ্যারিয়্যান্টের প্রভাবে সংক্রমণের গতি বেড়েছে।
কর্নাটক, তামিলনাড়ু, গুজরাট, দিল্লি, হরিয়ানা, রাজস্থান ও সিকিমে আক্রান্তের সন্ধান মিলেছে। এবার পশ্চিমবঙ্গের মগরাহাট এলাকাতেও ধরা পড়ল করোনা সংক্রমণ। স্বাস্থ্যজেলার এক আধিকারিক জানিয়েছেন, “এই নিয়ে এখনও আতঙ্কের তেমন কিছু নেই। ওই দু’জন বর্তমানে তাঁদের বাড়িতেই রয়েছেন, সুস্থই রয়েছেন। তবে ডায়মন্ড হারবার জেলা স্বাস্থ্য দফতর সতর্ক রয়েছে। কোভিড আক্রান্ত এই দু’জনের স্বাস্থ্য নিয়ে নিয়মিত খোঁজখবর রাখা হচ্ছে। ব্লক স্বাস্থ্য দফতরকেও এ বিষয়ে সতর্ক করা হয়েছে।”
দেখুন অন্য খবর