করোনার পাশাপাশি চিকিৎসকদের চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে মিউকরমাইকোসিস বা ব্ল্যাকফাঙ্গাসের প্রভাব৷ দেশের পাশাপাশি রাজ্যেও বাড়ছে এই রোগে আক্রান্তের সংখ্যা৷ গত ২৪ ঘন্টায় এসএসকেএম হাসপাতালে মৃত্যু হয়েছে পঞ্চাষোর্ধ্ব ১ মহিলার৷ এই নিয়ে রাজ্যে এ পর্যন্ত ব্ল্যাক ফাঙ্গাসের উপসর্গ আছে এবং পজিটিভ রিপোর্ট এসেছে এমন রোগীর মৃত্যুর সংখ্যা বেড়ে হল ৫৫৷
আরও পড়ুন ব্ল্যাক ফাঙ্গাসের বলি আরও ২
গত ২৪ ঘন্টায় উপসর্গ নিয়ে ভর্তি থাকা রোগীদের মধ্যে ১ জনের রিপোর্ট পজিটিভ এসেছে৷ এখনও পর্যন্ত মোট ৬৭ জনের ব্ল্যাক ফাঙ্গাস পজিটিভ ধরা পড়ল৷ যদিও গত ২৪ ঘন্টায় সুস্থ্য হয়ে বাড়িতে ফিরেছে ১জন৷ সব মিলিয়ে মোট ২৫ জন হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে৷ এদিক করোনার প্রকোপ কমলে চিন্তা বাড়াচ্ছে তৃতীয় স্ট্রেন ডেল্টা প্লাস৷ ২৪ ঘন্টায় টিকা দেওয়া হয়েছে ২ লক্ষ ৭৬ হাজার ৩৭৮ জনকে৷ গত দুইদিনে রাজ্যে ৪ লক্ষের উপর মানুষকে টিকা দেওয়া হয়েছে৷ এখনও পর্যন্ত রাজ্যে ১৮ থেকে ৪৪ বছর বয়সীদের মোট ২৯ লক্ষ ৮৬ হাজার ৭৬৬ জনকে টিকা দেওয়া হয়েছে।