কলকাতা: সিনেমাপ্রেমীদের জন্য সুখবর। আগামী ৫ নভেম্বর থেকে শুরু হতে চলেছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (KIFF)। তবে এবার ডিসেম্বর মাসের পরিবর্তে কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল হতে চলেছে নভেম্বর মাসে। আগামী ৫ নভেম্বর থেকে শুরু করে চলবে ১০ নভেম্বর পর্যন্ত। সেই সঙ্গে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন (BGBS) শুরু হবে ২১ নভেম্বর থেকে। আগামী ২১ থেকে ২৩ নভেম্বর পর্যন্ত চলবে এই সম্মেলন অনুষ্ঠীত হলবে নিউটাউনে (Newtown)।
পাঁচদিন ব্যাপী কলকাতা চলচ্চিত্র উৎসবে এবার থাকছে চমক। প্রতিবারের মতো এবারেও দেখা যাবে দেশ-বিদেশের বিখ্যাত ছবি। উল্লেখ্য, কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল মানেই চাঁদের হাট। বাংলা সিনে ইন্ডাস্ট্রি তো বটেই উদ্বোধনী অনুষ্ঠানে মুম্বইয়ের তারকাদের পাশাপাশি আন্তর্জাতিক খ্যাতনামাসম্পন্ন বিনোদন জগতের একাধিক ব্যক্তিত্বকে আমন্ত্রণ করা হয়। আর তাই প্রতিবছরই নজর থাকে KIFF-এ আমন্ত্রিত তারকাদের উপর।
আরও পড়ুন: জলপাইগুড়ির বৈকুণ্ঠপুর রাজবাড়ির দুর্গাপুজোর কাঠামো পুজো হল
গত ৩০ অগাস্ট রাখিপূর্ণিমার দিন মুম্বইয়ে ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিতে যান। ওইদিন বিকেলে জলসায় গিয়ে অমিতাভ বচ্চনকে রাখি পরিয়ে দুর্গাপুজো, চলচ্চিত্র উৎসবের জন্য আমন্ত্রণ জানিয়ে এসেছিলেন। আর বচ্চনদের বাড়ি থেকে বেরিয়েই ২৯তম কলকাতা চলচ্চিত্র উৎসব নিয়ে বড়সড় কথা শোনা গিয়েছিল মুখ্যমন্ত্রীর মুখে। এবছর ফিল্মোৎসব উপলক্ষে শহরে একসঙ্গে পা রাখছেন শাহরুখ, সলমনও। মমতার আমন্ত্রণে ইতিমধ্যেই সবুজ সংকেত দিয়েছেন অনিল কাপুর।
প্রসঙ্গত, মুম্বইয়ের সাংবাদিক বৈঠকে মমতা জানিয়েছিলেন, এবারের কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে শাহরুখের পাশাপাশি সলমন খানও থাকতে পারেন। উদ্বোধনী অনুষ্ঠানে বলিউডের দুই মহারথীকে পাওয়া যে বাংলার দর্শক-অনুরাগীদের জন্য দারুণ হবে, তা শুধু সময়ের অপেক্ষা।