আসানসোল: আসানসোলে (Asansol) ছাত্র (Student) খুনের ঘটনায় ২ জনকে গ্রেফতার (Arrested) করল পুলিশ (Police)। রবিবার সকালে নন্ডি শ্মশান পুকুরের কাছ থেকে উদ্ধার হয় আনন্দ কেশরী নামে ছাত্রের ক্ষত বিক্ষত দেহ। পুলিশ এসে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠায়। আর এই ঘটনারই ২৪ ঘণ্টার মধ্যে ওই নিহত ছাত্রের প্রতিবেশী শুভম কেশরী এবং অভিষেক প্রসাদ নামে ২ যুবককে গ্রেফতার করে জামুড়িয়া থানার পুলিশ। দু’জনেই আনন্দের সহপাঠী বলে জানা যাচ্ছে।
পুলিশ জানিয়েছে, ধৃতেরা এই হত্যার কথা স্বীকার করেছে। তবে, কেন তারা এই হত্যাকাণ্ড ঘটাল তা এখনও স্পষ্ট করে জানায়নি। পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে ৩০২/২০১ ধারায় মামলা রুজু করে সোমবার আসানসোল আদালতে পেশ করে। কেন এই ঘটনা ঘটল বা এই ঘটনার পেছনে অন্য কেউ জড়িত রয়েছে কি না তা খতিয়ে দেখতে আদালতের কাছে ১০ দিন নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন করে পুলিশ।
আরও পড়ুন:ডেঙ্গি রোধে ব্যর্থ দুর্গাপুর পুরসভা, প্রতিবাদে বোরো অফিসের সামনে বিক্ষোভ সিপিএমের
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত ছাত্র আসানসোলের জামুড়িয়া এলাকার বাসিন্দা। তাঁর পরিবার সূত্রে জানা গিয়েছে, শনিবার সন্ধ্যায় সে বাড়ি থেকে বেরিয়েছিল মোমো খাওয়ার নাম করে। তার পর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। রবিবার সকালে জামুড়িয়ার নন্ডিশ্মশান এলাকায় মাঠ থেকে উদ্ধার হয় আনন্দের রক্তাক্ত দেহ। তার দেহে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে। সে জামুড়িয়া হিন্দি হাট হাই স্কুলের ছাত্র। ওই ঘটনায় খুনের অভিযোগ তোলে আনন্দের পরিবার। আনন্দের মা অনিতা কেশরী বলেন, বন্ধুদের সঙ্গে যা আলোচনা হত, তা না কি তাদের বাবাকে বলে দিত আমার ছেলে। সেই জন্য ওকে খুন করা হয়েছে।