আগামী ১৬ অগস্ট রাজ্যে খেলা হবে দিবস। এই উপলক্ষে সোমবার সল্টলেক যুবভারতী ক্রীড়াঙ্গনে একটি প্রদর্শনীর ফুটবল ম্যাচের আয়োজন করছে রাজ্য সরকার। এই প্রদর্শনী ম্যাচে অংশগ্রহণ করবে ভারতের জাতীয় ফুটবল দল ও বাংলার সমস্ত ফুটবল দল গুলি।
আরও পড়ুন সপ্তাহে তিনদিন ভ্যাকসিনের প্রথম ডোজ, তিনদিন দ্বিতীয় ডোজ, টিকাদানের নয়া নিয়ম কলকাতা পুরসভায়
সোমবার খেলা হবে দিবসে এই ম্যাচে উপস্থিত থাকতে পারবেননা দর্শকরা। করোনা বিধি মাথায় রেখে দর্শকশূন্য স্টেডিয়ামেই অনুষ্ঠিত হবে ফুটবল ম্যাচটি। এমনটাই জানালেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরুপ বিশ্বাস। শুক্রবার কলকাতায় এক সাংবাদিক বৈঠকে এমনটাই জানানো হয়। এদিনের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস ছাড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি, এআইএফএফ এর সভাপতি সুব্রত দত্ত, সভাপতি অজিত বন্দোপাধ্যায় ও সম্পাদক জয়দীপ মুখোপাধ্যায়। এদিনের বৈঠকে ক্রীড়া মন্ত্রী বলেন মুখ্যমন্ত্রীর পরিকল্পনার এই খেলা হবে আগামী দিনে সবাই সব জায়গায় পালন করবে। দেশের ১৪ টি রাজ্য যেমন তামিলনাড়ু ত্রিপুরা উত্তরপ্রদেশ কেরল সকলেই ১৬ অগস্ট দিনটিকে খেলা দিবস হিসেবে পালন করবে। রাজ্য সরকারের এই উদ্যোগে উৎসাহিত হবেন ক্রীড়াপ্রেমীরা।
আরও পড়ুন ঢাকা থেকে বলিউডে ছবি নির্মাণ বন্ধের আইনি নোটিশ
মুখ্যমন্ত্রীর তথা রাজ্যের স্বপ্ন খেলাধুলায় আগামী দিনে দেশকে নেতৃত্ব দেবে বাংলা সেই চেষ্টায় চলছে। এছাড়াও আগামী দিনে বাংলার তৈরি জয়ী ফুটবল সারাদেশে সরবরাহ করা হবে।আরও পড়ুন গান গেয়েই সাংবাদিক বৈঠকে মন কাড়লেন মেট্রোর ডেপুটি ম্যানেজার
একইসঙ্গে খেলা হবে দিবসের চিন্তাভাবনা অকল্পনীয় এভাবে যুবসমাজকে খেলাধুলার প্রতি উৎসাহ দিতে এবং প্রসারে এগিয়ে নিয়ে যাবে বলে জানান আই এফ এফ এর সহ-সভাপতি সুব্রত দত্ত। ঐদিন ফুটবল ম্যাচ এর পাশাপাশি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রক্তদান শিবিরের আয়োজনও করা হবে।