বসিরহাট: সন্দেশখালিতে (Sandeshkhali) বিজেপির (BJP) হাতে আক্রান্ত তৃণমূল (Trinamool)। দুপক্ষের গন্ডোগোলের জেরে তৃণমূল এবং বিজেপির জখম হলেন অন্তত ১০জন কর্মী।হাসপাতলে ভর্তি ৮জন তৃণমূল কর্মী। পাল্টা বিজেপির দাবি তাদের কর্মী কর্মীরাও আক্রান্ত হয়েছে। একে অপরের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জানিয়েছে। তৃণমূল বিজেপি উভয় পক্ষে জখম ৮জন হাসপাতালে ভর্তি। তাদের মধ্যে ১ জনের অবস্থা আশঙ্কাজনক। এই নিয়ে একে অপরের বিরুদ্ধে অভিযোগ পাল্টা অভিযোগ চালিয়েছে বিজেপির তৃণমুল। রাজনৈতিক মহলের মতে ২০২৬-এর বিধানসভায় নির্বাচনের আগে কি ফের উত্তপ্ত শুরু করেছে সন্দেশখালি?
উত্তর ২৪ পরগনা বসিরহাট মহকুমার সন্দেশখালি শালা জেলেখালি গ্রাম পঞ্চায়েতের পাখিরালয় শনিবার সকাল ১০টা নাগাদ চায়ের দোকানে এক দল তৃণমূল কর্মী চা খাচ্ছিল সেই সময় বিজেপি নেতা ইয়াকুব বৈদ্য নেতৃত্বে দুষ্কৃতী পাখিরালা মৌজায় ১৯২ এবং ১৯৩ বুথে তৃণমূল কর্মীদের উপরে অতর্কিত আক্রমণ চালায়। এলাকায় আতঙ্ক পরিস্থিতি তৈরি করে। ছয় থেকে সাত জনের উপরে প্রাণঘাতী হামলা চালায়। সকলেই গুরুতর আহত। একজনের অবস্থা আশঙ্কাজনক। বিজেপি কর্মীদের বিরুদ্ধে গুলি চালানোরও অভিযোগ উঠেছে। যদিও অভিযোগ উড়িয়ে দিয়েছে পদ্মশিবির।
আরও পড়ুন: অশান্ত ভাঙড়, তৃণমূল পার্টি অফিসে আগুন ও ভাঙচুরের অভিযোগ
পাল্টা বসিরহাট বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি সুকল্যাণ বৈদ্য বলেন, জেলা খালি পঞ্চায়েতের প্রধান সাইফুদ্দিন মোল্লার নেতৃত্বে আমাদের কর্মীদের উপর হামলা চালিয়েছে ঘরবাড়ি ভাঙচুর চলছে। তৃণমূলের কর্মী এবং সমর্থকেরা বিনা প্ররোচনায় বিজেপির কর্মীদের মারধর করেছেন। ঘটনাস্থলে সন্দেশখালি থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সন্দেশখালি থানায় একে অপরের বিরুদ্ধে পাল্টা লিখিত অভিযোগ দায়ের করেছে তদন্ত শুরু করেছে পুলিশ।
দেখুন ভিডিও