ছুটি না নিয়ে স্বাস্থ্যকেন্দ্রে ৬ দিন ধরে অনুপস্থিত একমাত্র চিকিৎসক, পরিষেবা না পেয়ে কার্যত দিশেহারা রোগীরা। বিনা চিকিৎসায় ফিরতে হচ্ছে রোগীদের। ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি স্বাস্থ্য দফতরের অন্তর্গত সাকোয়াঝোরা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। করোনা আবহে চিকিৎসকরা যখন দিনরাত লড়াই করে যাচ্ছেন ঠিক তখন আরেক চিকিৎসক দফতর থেকে ছুটি না নিয়েই বেপাত্তা। জুন মাসের গত ২তারিখ থেকে চিকিৎসক দেবাশিস দাস স্বাস্থ্যকেন্দ্রে আসছেন না বলে অভিযোগ রোগীর পরিজনদের। কী কারণে অনুপস্থিত তিনি, জানে না স্বাস্থ্য দফতর। চিকিৎসক না আসায় চরম সমস্যায় পড়েছেন বিস্তীর্ণ এলাকার রোগীর পরিজনরা। অনুপস্থিতির কারণ জানতে চেয়ে চিকিৎসককে ফোন করা হলে দেখা যায় তার মোবাইল সুইচ অফ।স্থানীয়দের দাবি, যত দ্রুত সম্ভব চিকিৎসককে বদলি করে এই স্বাস্থ্যকেন্দ্রের হাল ফেরাতে হবে। এ বিষয়ে ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাঃ সুরজিৎ ঘোষের সঙ্গে টেলিফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, ঐ চিকিৎসকের ছুটিতে থাকার বিষয়টি তিনি জানেন না ।তবে বিষয়টি নিয়ে এরমধ্যেই তদন্ত শুরু করা হয়েছে। যত দ্রুত সম্ভব এই বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে আশ্বাসও দিয়েছেন তিনি।