শেষমেশ মঙ্গলবার সকাল থেকে এশিয়ান হাইওয়ে সংস্কারের কাজ শুরু করল এশিয়ান হাইওয়ে কর্তৃপক্ষ। বেশ কিছুদিন ধরেই, ধূপগুড়ি থানার অন্তর্গত সাকোয়াঝোরা ১ গ্রামপঞ্চায়েতের ধীরেন দোকান এলাকায় হাইওয়ের উপর একাধিক দুর্ঘটনা ঘটছিল। কার্যত মরণফাঁদের রূপ নিয়েছিল ওই রাস্তা। রবিবার রাতে ওই জায়গায় প্রাণ হারান বীরপাড়ার এক যুবক। এরপরই উত্তেজিত হয়ে ওঠে এলাকার বাসিন্দারা। পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় তারা। এরপর সোমবার এশিয়ান হাইওয়ের আধিকারিকদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শনে আসেন ধূপগুড়ি থানার আইসি সুজয় তুংগা। হাইওয়ে আধিকারিকরা পড়ে থাকা পিচের জায়গাগুলি তুলে ফেলে ওই জায়গাগুলি নতুন করে নির্মাণ করার সিদ্ধান্ত নেয়। সেইমতো মঙ্গলবার থেকে কাজ শুরু করল আন্তর্জাতিক সড়ক মেরামতের দায়িত্বে থাকা এজেন্সি। এশিয়ান হাইওয়ে -৪৮ দফতর সূত্রে খবর, আগামী এক সপ্তাহের মধ্যে পিচ পড়ে থাকা জায়গা খুঁড়ে নতুন করে রাস্তা তৈরি করা হবে। একাধিকবার আন্দোলনের পর শেষপর্যন্ত কাজ শুরু হওয়ায় খুশি এলাকাবাসী।