বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় যশের বিপর্যয় মোকাবিলা প্রস্তুত রাজ্য প্রশাসন। আমফান থেকে শিক্ষা নিয়ে তাই এবার আগে ভাগেই প্রস্তুতি সেরে রেখেছে রাজ্য সরকার। এরই মধ্যে বিপর্যয় প্রবণ এলাকাগুলোতে প্রচার, মানুষকে সতর্ক করা, নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্হা করা হয়েছে। প্রাথমিক ভাবে আবহাওয়ার পূর্বাভাষ যশের কারণে সব থেকে বেশী ক্ষতি হতে পারে পূর্ব মেদিনীপুর জেলা। তাই এলাকার মানুষের নিরাপত্তা ও স্বাভাবিক জীবনযাত্রা বজায় রাখতে ও মানুষকে বিপদ থেকে রক্ষা করতে তৈরি তৃণমূল যুব কংগ্রেস টিম। প্রশাসনের পাশাপাশি প্রস্তুত হলদিয়া টাউন তৃণমূল যুব কংগ্রেস। জেলা যুব নেতা আসগর আলির নেতৃত্বে প্রায় কয়েকশো স্বেচ্ছাসেবীকে প্রশিক্ষণ দিয়ে প্রস্তুত রেখেছেন তাঁরা। হলদিয়ার একটি মাষ্টার কন্ট্রোল রুম তৈরি করে ১/২/৩ নং ওয়ার্ডে কন্ট্রোল রুম, সহ প্রতিটি ওয়ার্ডে ছোট ছোট কন্ট্রোল রুম গঠন করে ওয়ার্ড ভিত্তিক বিপর্যয় মোকাবিলা কি ভাবে করতে হবে, স্বেচ্ছাসেবকদের কাজ কি হবে তা যুব তৃণমূল স্বেচ্ছাসেবক সদস্যদের কাছে বুঝিয়ে দিলেন যুব নেতা আসগর আলি। এলাকার মানুষ বিপদে পড়লে,লাইট না থাকলে, কেউ খাদ্য না পেলে,কেউ অসুস্হ হয়ে পড়লে কি কাজ হবে তা স্বেচ্ছাসেবকদের বিস্তারিত ভাবে ব্যাখ্যা করে বুঝিয়ে দেন আসগর, যাতে বিপদে পড়লেই হাতের কাছে বন্ধু হিসাবে পায় তৃণমূল যুব কংগ্রেসের স্বেচ্ছাসেবকদের। গত আমফানে ক্ষতিগ্রস্ত হয়েছিল হলদিয়াসহ বন্দর ও পাশ্ববর্তী অঞ্চল। সে কথা মাথায় রেখে বিপর্যয় মোকাবিলায় প্রস্তুত রাখা হচ্ছে এই স্বেচ্ছাসেবক দল বলে জানালেন জেলা যুব তৃণমূল নেতা আসগর আলি।