ওয়েবডেস্ক- কথা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী (Cm Mamata Banerjee), সেই মতো বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে (Basirhat Super Specialty Hospital) ১০ শয্যা বিশিষ্ট ডায়ালিসিস ইউনিটের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। আজ ভার্চুয়ালি তিনি হাসপাতালের বিশেষ পরিকাঠামোর উদ্বোধন করেন। ফলে খুশির হাওয়া এই জেলার মানুষের। এবার থেকে বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে ১০ শয্যা বিশিষ্ট ডায়ালিসিস ইউনিটের (Dialysis unit) সুবিধা নিতে পারবেন অসুস্থ রোগীরা।
এতদিন বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে পাঁচ শয্যা বিশিষ্ট ডায়ালিসিস বিভাগ ছিল । যেটা যথেষ্ট কম । ডায়ালিসিস রোগীর যা চাপ এই হাসপাতালে তাতে এই পাঁচ শয্যা বিশিষ্ট ডায়ালিসিস বিভাগে সামাল দিতে পারছিল না বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ।
আরও পড়ুন – ভোটার তালিকার নামে NRC চালুর চেষ্টা, কেন্দ্রকে তোপ মমতার
বসিরহাটে আনুমানিক ৩০ লক্ষ মানুষের বসবাস। এই বিপুল পরিমাণ মানুষের মধ্যে ডায়ালিসিস করানো রোগীদের বহুদিনের চাহিদা ছিল বসিরহাট হাসপাতালে ডায়ালিসিস বিভাগের শয্যা সংখ্যা বাড়ানো হোক। না হলে হাসপাতালে ডায়ালিসিস বিভাগ থাকতেও প্রচুর রোগীকে কলকাতা সহ বিভিন্ন জায়গায় নিয়ে যেতে হত।। যেটা রীতিমতো ব্যয়বহুল এবং সমস্যায় পড়তো রোগীর পরিবার। সেই সঙ্গে একজন অসুস্থ রোগীর পক্ষে এত দূর যাওয়া সম্ভব হত না, অনেকসময় কাহিল হয়ে পড়তেন তারা।
তাই মানুষের চাহিদার কথা মাথায় রেখে বিধায়কদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী কথা দিয়েছিলেন বসিরহাটের হাসপাতালের ডায়ালিসিস বিভাগ আধুনিকরণ এবং শয্যা তিনি বাড়াবেন। সেই মতো আজ উদ্বোধন হল এই বিশেষ বিভাগের।
দেখুন খবর-