ভ্যাকসিনেশন নিয়মে জটিলতায় ক্ষোভের সৃষ্টি হলো বালুরঘাটের স্বাস্থ্য কেন্দ্রে। ক্ষোভের জেরে, কোভিদ টিকা করণ বন্ধ রয়েছে শহরের মঙ্গলপুরে অবস্থিত পুর-প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে।
প্রতিদিনের মতো এদিনও বালুরঘাট শহরের বিভিন্ন ক্লাব ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা যাঁরা অতিমারীর এইক্ষণে করোনা আক্রান্ত এবং অসহায় মানুষের সেবাকারীরা ভ্যাকসিন নিতে আসেন। অভিযোগ সকাল থেকে অপেক্ষা করার পরেও ভ্যাকসিনের প্রথম ডোজ তাঁদের দেওয়া হয়নি। স্বাস্থ্য কেন্দ্রের কর্মীরা জানিয়েছেন নতুননিয়ম অনুযায়ী ক্লাব ও স্বেচ্ছাসেবী সংগঠনের তরফে সদস্যদের যে লিস্ট তৈরী হয়েছে তাতে মহকুমাশাসক অথবা জেলা মুখ্যস্বাস্থ্য আধিকারিকের অনুমোদন ছাড়া ভ্যাকসিন দেওয়া যাবে না। নতুন এই নিয়ে ক্ষোভ সৃষ্টি হয়েছে। ভ্যাক্সিন নিতে আসা স্বেচ্ছাসেবক ও ক্লাব সদস্যদের অভিযোগ গতকাল পর্যন্ত এই ধরনের কোন নিয়ম ছিল না। আগাম কোন নোটিশ না দিয়ে প্রশাসন আজ হঠাৎ করে নতুন এই নিয়ম চালু করায় হয়রানির শিকার হতে হচ্ছে তাঁদের।
ভ্যাকসিন নিতে না পারায় ক্ষোভে ফেটে পড়েন উপস্থিত সকলে। উত্তেজনার সৃষ্টি হয় স্বাস্থ্যকেন্দ্রে। পরিস্থিতি সামাল দিতে স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছায় বালুরঘাট থানার পুলিশ।