বৃহস্পতিবার দুপুরে এশিয়ান হাইওয়ে ৪৮ এর ধূপগুড়ি ২ নং ব্রীজ সংলগ্ন এলাকায় দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এরপর একটি গাড়ি নয়ানজুলিতে পরে যায়। এরপর গাড়ি রেখে পালিয়ে যায় দুই গাড়ির চালক। জানা গেছে, পিকআপ ভ্যানটি দ্রুতগতিতে শিলিগুড়ি থেকে ধূপগুড়ির দিকে আসছিল সেইসময় উল্টো দিক থেকে আসা একটি লরি শিলিগুড়ির দিকে যাচ্ছিল। কিন্তু ২ নং ব্রীজ সংলগ্ন এলাকায় আসতেই দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এরপর পিক আপ ভ্যানটি ছিটকে নয়ানজুলিতে গিয়ে পরে। কোনো মতে প্রাণে বাঁচেন দুই গাড়ির চালক। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসেন ধূপগুড়ি থানার পুলিশ । ঘটনায় বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ থাকে। গাড়ি দুটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।