শনিবারেই বর্ষামঙ্গল দক্ষিণবঙ্গে। উত্তর বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্মচাপ। আগামী ২৪ ঘন্টায় সেই নিম্নচাপ গতীর নিন্নচাপে পরিণত হবে। উত্তর-পশ্চিম দিকে অথসর হয়ে ওড়িষার ওপর দিয়ে স্থলভাগের ভেতর ঢুকবে নিম্নচাপটি। এই নিম্নচাপের জেরেই নির্ধারিত সময়ের কিছুটা আগেই বর্ষা ঢুকবে দক্ষিণবঙ্গে। শনিবারই দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে প্রবেশ করবে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। শুক্রবার ও শনিবার ভারি বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি,ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, দুই বর্ধমান,বাঁকুড়া,পুরুলিয়া এবং বীরভূমে। বজবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে রাজ্যের সব জেলাতেই। উপকূলের ‘জেলাগুলিতে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। নিম্নচাপ ও অমাবস্যার ভরা কোটালের কারণে সমুদ্রও উত্তাল থাকবে। মৎস্যজীবীদের আগামী ২৪ ঘন্টায় সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।