ওয়েব ডেস্ক: একে বর্ষাকাল (Monsoon), তার দোসর নিম্নচাপ। তার জেরে রাজ্য জুড়ে চলছে বৃষ্টি (Rain)। তবে এবার তার দাপট কমবে বলে আবহাওয়া দফতর সূত্রে খবর। আগামী ২৪ ঘণ্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গ (West Bengal) অতিক্রম করে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে উত্তর ওড়িশা ও সংলগ্ন ঝাড়খণ্ড প্রবেশ করবে নিম্নচাপ। শনিবার থেকে সোমবার বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কিছুটা কমবে। তবে শনিবার পুরুলিয়া, বাঁকুড়া, দক্ষিণ ২৪ পরগনা, রবিবারে নদিয়া, মুর্শিদাবাদ এবং সোমবার নদিয়া ও উত্তর ২৪ পরগনা জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গ (South Bengal) জুড়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলতে পারে শনিবার দিনভর।
উত্তরবঙ্গে (North Bengal) বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি উপরের দিকের পাঁচ জেলাতে। শনিবার ভারী বৃষ্টির পূর্বাভাস আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলাতে। রবিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। সোমবার থেকে বুধবারের মধ্যে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে।
আরও পড়ুন: পরিযায়ী শ্রমিকদের জন্য হেল্পলাইন নম্বর চালু রাজ্য পুলিশের!
২৯ জুলাই পর্যন্ত উত্তর ও মধ্য বঙ্গোপসাগর এবং পশ্চিমবঙ্গ-ওডিশা উপকূলে ঝোড়ো হাওয়া বইতে পারে। ওই এলাকায় গভীর সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে মৎস্যজীবীদের।
প্রসঙ্গত, নিম্নচাপ পরিস্থিতির প্রভাবে শুক্রবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি বিচ্ছিন্নভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং বিচ্ছিন্নভাবে অত্যন্ত ভারী বৃষ্টিপাত হয়েছে। শক্তিশালী মৌসুমি বায়ুপ্রবাহের কারণে, দক্ষিণবঙ্গের কিছু জেলায় পরবর্তী পাঁচদিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।
দেখুন অন্য খবর: