অক্সিজেনের অভাবে রোগী মৃত্যু , ওই অভিযোগকে কেন্দ্র করে নার্সিং হোম ভাঙচুর হল বহরমপুরে। বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটা নাগাদ বহরমপুর এর একটি বেসরকারি নার্সিং হোমে ভাঙচুর চালায় মৃতের পরিবারের লোকজন বলে অভিযোগ। রিসেপশন কাউন্টার ছেড়ে ভয়ে পালিয়ে যান নার্সিং হোমের কর্মীরা। পরিস্থিতি সামাল দিতে ছুটে আসে বহরমপুর থানার পুলিশ। পরিবারের লোকের অভিযোগ নদীয়া জেলার আবুল কাসেম মন্ডল নামে মাঝ বয়সী ঐব্যক্তিকে হার্টের সমস্যা নিয়ে সোমবার বহরমপুর এর ওই নার্সিং হোমে ভর্তি করা হয় । বুধবার পর্যন্তও ওই রোগী সুস্থ ছিলেন বলে পরিবারের দাবি। অভিজগ বৃহস্পতিবার সকালে ওই রোগীর অক্সিজেন সিলিন্ডার বদলানোর সময় নতুন সিলিন্ডার থেকে আর অক্সিজেন বের হচ্ছিল না। ফলে দ্রুত অক্সিজেন স্যাচুলেসন কমতে শুরু করলে মৃত্যু হয় ওই ব্যক্তির। ওই ঘটনার পরেই পরিবারের লোকজন ক্ষিপ্ত হয়ে ওঠে। রিসেপশনে ভাঙচুর চলে। বহরমপুর থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। নার্সিং হোম কতৃপক্ষ জমিয়েছে ওই রোগীর শারীরিক অবস্থা অবনতির কারণে রেফার করা হয়েছিল। পরিবারের লোকজন নিয়ে যান নি।