ওয়েব ডেস্ক : বাঙালি পরিযায়ী শ্রমিককে মারধরের অভিযোগ উঠল বিজেপি (BJP) শাসিত রাজ্যে। ঘটনায় গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন ওই শ্রমিক। এখন তিনি হাসপাতালে চিকিৎসাধীন বলে খবর। এমন একটি ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশে (Uttarpradesh)। এই ঘটনা নিয়ে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস (TMC)।
সূত্রের খবর, ওই শ্রমিকের নাম মোমিন মিঞা। কোচবিহারের শীতলুচির বাসিন্দা তিনি। তিনি রাজমিস্ত্রি হিসাবে বিভিন্ন রাজ্যে কাজ করেছেন। অভিযোগ, গত রবিবার কাজে যাওয়ার সময় পুলিশের পোশাক পরিহিত কয়েকজন ব্যক্তি তাকে তুলে নিয়ে যায়। বাংলাদেশি সন্দেহে থানায় নিয়ে যাওয়া হচ্ছে বলে তাকে নিয়ে যাওয়া হয়। এর পর তাকে অন্য জায়গায় নিয়ে গিয়ে মারধর করা হয় বলে অভিযোগ। এর পর তাকে ফেলে দেওয়া হয় দিল্লির (Delhi) সীমান্ত এলাকায়। এমনকি তার কাছ থেকে নেওয়া হয় ১০ হাজার টাকাও।
আরও খবর : রেল দুর্ঘটনা রোধে নতুন ঢাল, ‘কবচ’ বসবে ১৪টি রুটে
ঘটনার পর ওই শ্রমিক কোচবিহারের (Cooch Behar) বাড়ি ফিরে আসেন। কিন্তু বাড়ি ফিরে তিনি অসুস্থ হয়ে পড়েন। এর পরেই তাকে ভর্তি করা হয়েছিল হাসপাতালে। এই ঘটনার পরেই বাঙালি শ্রমিকদের উপর অত্যাচার নিয়ে সরব হয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল (TMC)। তৃণমূল সভাপতি অভিজিৎ দে ভৌমিক ওই আক্রান্ত শ্রমিকের সঙ্গে দেখা করার পর বলেছেন, বাংলা বলার কারণে ওই শ্রমিককে মারধর করা হয়েছে। এ নিয়ে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করবো বলে জানিয়েছেন তিনি।
এর পাশপাশি মালদহের (Malda) যুককে জোর করে বাংলাদেশে (Bangladesh) পাঠানোর অভিযোগ উঠেছে রাজস্থান পুলিশের (Rajasthan Police) বিরুদ্ধে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনায় ওই যুবকের বাবা জিয়েম শেখ বৃহস্পতিবার ছেলেকে ফিরিয়ে আনার দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেছেন। তার মধ্যেই উত্তরপ্রদেশের বাংলার শ্রমিকের উপর অত্যাচারের অভিযোগ উঠল।
দেখুন আরও খবর :