ভোপাল: কথায় বলে, রাখে হরি, মারে কে! আত্মহত্যা করতে চলন্ত মালগাড়ির (Jumped in front of Running Goods Train) সামনে ঝাঁপ দিয়েছিলেন যুবতী। যে সময়ে, যে ভাবে যুবতী ঝাঁপ দিয়েছিলেন, মৃত্যু নিশ্চিতই ছিল। কিন্তু, এক যুবকের তৎপরতায় নিশ্চিত মৃত্যুর মুখ থেকে ফিরে এলেন ওই অভিমানী। মধ্যপ্রদেশের ভোপালের (Bhopal) বরখেড়ির এই ভিডিয়ো এখন সোশ্যাল প্ল্যাটফর্মে ভাইরাল।
যুবতীকে লাইনে ঝাঁপ দিতে দেখে নিজের জীবনের ঝুঁকি নিতে দ্বিধা করেননি ওই যুবক। আশপাশের যাত্রীরা যখন কিংকর্তব্যবিমূঢ়, চোখের পলকে ঝাঁপ দেন মহবুব নামের ওই যুবক। সময়টা উনিশ আর বিশ। খারাপ কিছু ঘটে যেতেই পারত। চলন্ত মালগাড়ির সামনে থেকে যুবতীকে সরিয়ে নেবেন, সেই সময়টুকুও হাতে ছিল না। এই অবস্থায় রেললাইনের মাঝে মাথাগুঁজে উপুড় হয়ে শুয়ে পড়েন মহবুব। তার আগে যুবতীর সুরক্ষা নিশ্চিত করেন।
মালগাড়িটি চলে যাওয়ার পর দু’জনেই সুরক্ষিত ভাবে বেরিয়ে আসেন। প্রত্যক্ষদর্শীরা একবাক্যে বলছেন, যুবকের সাহসিকতা শুধু নয়, ক্ষিপ্রতা ও উপস্থিত বুদ্ধিতেই নবজন্ম পেলেন ওই যুবতী। ঘটনার আকস্মিকতা কাটিয়ে নিজের ভুল তিনি বুঝতে পেরেছেন।
मप्र के भोपाल में बरखेड़ी रेलवे फाटक पर एक युवती ने आत्महत्या के मकसद से चलती मालगाड़ी के आगे छलांग लगाई। लेकिन वहां पर मौजूद मुस्लिम युवक महबूब ने लड़की को बचाने के लिए ट्रेन के समाने छलांग लगा दी। लड़की को पटरी के बीच पकड़े रहा जब तक ट्रैन ऊपर से नहीं निकल गई। दोनों सुरक्षित। pic.twitter.com/bL34mBruZZ
— Tribal Army (@TribalArmy) February 11, 2022
আরও পড়ুন: PM Modi: সিবিআই-ইডি স্বাধীন ভাবেই কাজ করে, কেন্দ্রের হস্তক্ষেপের অভিযোগ ওড়ালেন মোদি