ওয়েলকাম টু টক অন ফ্যাক্টস।
যাঁরা থিয়েটার বা নাটক ভালোবাসেন তাঁদের জন্য আজকে দিনটা ভালো লাগার দিন কারণ আজ ওয়ার্ল্ড থিয়েটার ডে (World Theatre Day) । আর নাটক বলতেই আমাদের মনে আসে শেক্সপিয়রের (William Shakespeare) নাম, তাঁকে বলা হয় বিশ্বের অগ্রণী নাট্যকার। তবে নাটক মানে শুধু শেক্সপিয়র নন, কালিদাস, রবীন্দ্রনাথ ঠাকুর (Rabindranath Tagore), বাদল সরকার, বিজন ভট্টাচার্য, দীনবন্ধু মিত্রের মতো অনেকের নামই আসে। তবে ১৯৬১ সাল থেকে ২৭ মার্চকেই বিশ্ব থিয়েটার দিবস হিসেবে পালন করা হয়। এটাই আজকের প্রথম টপিক।
আরও পড়ুন: Talk on Facts | Taxi | Sikkim | AC | ট্যাক্সি, ভারতের রেলপথ এবং এসি নিয়ে অজানা তথ্য (24.03.23)
এবার যাওয়া যাক পরের টপিকে। আইপিএল-এর (IPL) আগেই বার্ষিক চুক্তি ঘোষণা করল বিসিসিআই (BCCI)। ভারতীয় ক্রিকেট বোর্ড চারটি ক্যাটেগরিতে ভাগ করেছে ক্রিকেটারদের। নতুন চুক্তিতে বেশ কিছু রদবদল হয়েছে। সাম্প্রতিক পারফর্ম্যান্স অনুযায়ী কেউ উন্নীত হয়েছেন তো কেউ নীচের সারিতে নেমে গিয়েছেন। আবার কেউ এই প্রথমবার ভারতীয় বোর্ডের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। আবার অনেকেরই চুক্তি সম্পূর্ণ বাতিল হয়েছে।
তাহলে আজকের শেষ টপিকে চলে যাওয়া যাক। বিশ্বের ক্ষুদ্রতম ও সবথেকে কম জনসংখ্যার দেশ কোনটা জানেন? বেশিরভাগ লোকই বলবেন ভ্যাটিকান সিটির (Vatican City) কথা। কিন্তু আপনারা জেনে অবাক হবেন পৃথিবীতে ভ্যাটিকান সিটির থেকেও অনেক ছোট দেশ রয়েছে। যার আয়তন ও জনসংখ্যা জানলে আপনি চমকে উঠতে বাধ্য হবেন। তাহলে দেশটির নাম বলি?