শান্তিনিকেতন: পড়ুয়াদের বিক্ষোভে (Student’s Protest) ৫৪ ঘন্টা আটকে৷ তার জেরে অসুস্থ হয়ে পড়েন বিশ্বভারতীর (Protest in Biswa Bharati) কর্মসচিব আশীস আগরওয়াল৷ যদিও অচলাবস্থার জন্য ক্যাম্পাস ছেড়ে বেরতে পারেননি তিনি৷ তাই সেখানেই ডেকে আনা হল চিকিৎসককে৷ পড়ুয়াদের দাবি, তাঁরা শান্তিপূর্ণভাবেই অবস্থান আন্দোলন চালিয়ে যাচ্ছেন৷ বিশ্বভারতীর কোনও আধিকারিককে ঘেরাও করা হয়নি৷
করোনা সংক্রমণ কমতেই ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি৷ ক্যাম্পাসে ফিরে এসেছে ছাত্র আন্দোলনে সেই চেনা ছবিও৷ যদিও বিক্ষোভকারী পড়ুয়াদের বক্তব্য, এখনও বন্ধ রয়েছে পঠন-পাঠন৷ হোস্টেল পুরোপুরি খোলেনি৷ তাঁদের দাবি, অনলাইন ক্লাস করিয়ে অফলাইনে পরীক্ষা নেওয়া যাবে না৷ খুলে দিতে হবে হোস্টেল৷ পাশাপাশি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার সময়সীমা বাড়াতে হবে৷ এই সব দাবি-দাওয়া আদায়ে গত কয়েকদিন ধরে উত্তাল কবিগুরুর শান্তিনিকেতন৷
পড়ুয়াদের কথায়, যতক্ষণ না বিশ্বভারতী কর্তৃপক্ষ তাদের দাবি মানছে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা৷ গত সোমবার থেকে শুরু হয়েছে পড়ুয়াদের অবস্থান বিক্ষোভ৷ ওই দিন থেকে সেন্ট্রাল অফিসে বন্দি আশীস আগরওয়াল, জনসংযোগ আধিকারিক অতীন ঘোষ এবং জয়েন্ট রেজিস্টার অশোক মাহাতো৷ সব মিলিয়ে তিনদিন ধরে অচলাবস্থা চলছে রাজ্যের একমাত্র কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বিশ্বভারতীতে৷
আরও পড়ুন: Mamata Banerjee: দেউচা-তাজপুর নিয়ে বিরোধী ভূমিকায় ক্ষুব্ধ মমতা