আরও একটা ব্র্যান্ড নিউ এপিসোড নিয়ে আপনাদের সঙ্গে আমি সুচন্দ্রিমা। আপনাদের সবাইকে স্বাগত টক অন ফ্যাক্টসে (Tak on Facts)। সোম থেকে শুক্র প্রতিদিন নতুন নতুন ফ্যাক্টস আর ইনফর্মেশন আপনাদের জানাই। আজকেও জানাব, তবে আপনারা আমাদের এই নতুন শো ঠিক ক’টায় দেখতে পান বলুন তো? ঘড়ির কাঁটায় ঠিক সন্ধ্যা সাতটায়, তাই তো? আচ্ছা, এই ঘড়ির কাঁটা (Hands of Clock) ছোট আর বড় কেন থাকে সেটা কি কখনও ভেবে দেখেছেন? যদি কখনও ভেবে থাকেন তাহলে উত্তর পেয়েছেন কি? আচ্ছা ঠিক আছে, আমিই আপনাদের সেই উত্তর দিয়ে দিচ্ছি।
এ বিষয়ে অনেক দ্বিমত আছে, তবে প্রাসঙ্গিক যেটা সেটাই আপানাদের জানাচ্ছি। ঘড়িতে ঘণ্টা (Hour), মিনিট (Minute) এবং সেকেন্ডের (Second) কাঁটা থাকে। যদিও কিছু ঘড়িতে সেকেন্ডের কাঁটা থাকে না। কিন্তু কখনও কি ভেবে দেখেছেন, কেন ঘণ্টার কাঁটা ছোট আর মিনিটের কাঁটা বড় হয়? এর পিছনে আসলে বেশ কিছু কারণের কথা বলেছেন বিশেষজ্ঞরা। তবে প্রধান কারণটি খুবই আকর্ষণীয়।
কী সেই কারণ?
এটি করা হয় ঘণ্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যে পার্থক্য বোঝাতে, যাতে মানুষ বিভ্রান্ত না হয়। কারণ, যখন দেখা যাবে উভয় সূচক সমান এবং একদম একই জায়গায়, তখন কিন্তু সময় দেখতে কয়েক মিনিট অপেক্ষা করতে হবে। না হলে বোঝাই যাবে না ঠিক কোন সময় দেখাচ্ছে ঘড়িটি। কিছু সময় অপেক্ষার পরেই মানুষ বুঝতে পারবেন আসল সময় কোনটি, না হলে কিন্তু বোঝা কঠিন হয়ে যাবে। দুটি কাঁটার দৈর্ঘ্যের পার্থক্যের পিছনে এটি একটি বড় কারণ। এছাড়া আরও দুটি কারণ আছে, কিন্তু এটাই সবথেকে স্পেসিফিক।