আচ্ছা আপনি আমি আমরা সবাই কমবেশি ট্রেনে ট্রাভেল করি বা করেছি বা করছি। কখনও ভেবে দেখেছেন রেলওয়ে স্টেশনের নামের পেছনে জংশন (Junction), সেন্ট্রাল (Central) এবং টার্মিনাস কেন লেখা থাকে? কী, ইন্টারেস্টিং লাগছে তো? আমাদের শো তো সেই জন্যই এবং এটাই আজকের দ্বিতীয় টপিক।
জংশন স্টেশন কেন বলা হয়?
যে স্টেশনে ট্রেন আসার জন্য একটির বেশি পথ রয়েছে, অর্থাৎ এই স্টেশনে আসা ট্রেন দুটি রুট দিয়ে যেতে পারে। এই ধরনের স্টেশন যেখানে দুই বা তার বেশি রুট থাকে সেটিকে জংশন (Junction) বলা হয়।
আরও পড়ুন: Talk on Facts | ঘড়ির কাঁটা কেন ছোট-বড় হয়, কখনও ভেবে দেখেছেন?
সেন্ট্রাল স্টেশন কেন বলা হয়?
একই শহরে একাধিক রেলস্টেশন রয়েছে অথচ কেন্দ্রীয় স্টেশনটি শহরের প্রাচীনতম রেলস্টেশন তখন সেই স্টেশনকে সেন্ট্রাল স্টেশন (Central Station) বলা হয়। যেমন ধরুন মুম্বই সেন্ট্রাল (Mumbai Central) বা লখনউ সেন্ট্রাল (Lucknow Central) স্টেশন।
টার্মিনাস বা টার্মিনাল স্টেশন কেন বলা হয়?
যে স্টেশনের সামনে কোনও রেলপথ নেই, এর মানে হল যে স্টেশনটি সেই জায়গার জন্য শেষ স্টেশন হবে, এরপর ট্রেনটি একই রুটে ফিরে আসে।
অনেক সময় স্টেশনের নামের সামনে ক্যান্টও বসানো হয় মানে ওই শহরে সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট (Cantonment) আছে বা ছিল। যেমন আম্বালা ক্যান্ট, আগ্রা ক্যান্ট, এলাহাবাদ ক্যান্ট এবং আজমের ক্যান্ট।