কলকাতা: দীর্ঘ ১৩ বছরের অপেক্ষা আর কয়েক দিনের মধ্যেই শেষ হতে চলেছে। মুক্তি পেতে চলেছে বহু প্রতীক্ষিত ছবি ‘ধূমকেতু'(Dhumketu)। এই ছবির হাত ধরেই ফের একবার বড়পর্দায় ফিরছে দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের(Dev and Subhashree Gangopadhya) জনপ্রিয় জুটি। সম্প্রতি, দক্ষিণ কলকাতার নজরুল মঞ্চে ছবির প্রচার অনুষ্ঠানে মুখোমুখি হন এই দুই তারকা। পুরনো স্মৃতি এবং নস্টালজিয়ার টানে উপচে পড়ছিল অনুরাগীদের ভিড়। এক সময়ের প্রেমিক যুগলকে একসঙ্গে দেখতে পেয়ে উচ্ছ্বসিত দর্শকেরা। সোমবার সকাল থেকেই নজরুল মঞ্চের বাইরে ছিল জনস্রোত। প্রেক্ষাগৃহের দরজা খুলতেই মুহূর্তে তা ভরে যায়। এরপর দেব-শুভশ্রী মঞ্চে আসেন এবং দর্শকদের উন্মাদনা চরমে ওঠে। গান, খুনসুটি, আর ছবির গল্প নিয়ে আড্ডায় মেতে ওঠেন তাঁরা।
আরও পড়ুন:নিজের পরিচালনায় প্রথম ছবির সেট তৈরীর কাজে হাত লাগিয়েছেন অরিজিৎ সিং!
কেন অনুপস্থিত চিরঞ্জিৎ!
ছবির এই প্রচার অনুষ্ঠানে দেব-শুভশ্রী-সহ অন্য কলাকুশলীরা উপস্থিত থাকলেও দেখা যায়নি অভিনেতা চিরঞ্জিৎ চক্রবর্তী(Chiranjeet Chakraboty)কে। অথচ ‘ধূমকেতু’ ছবিতে তাঁর চরিত্রটি বেশ গুরুত্বপূর্ণ। আজকালের পক্ষ থেকে চিরঞ্জিতের কাছে এই অনুপস্থিতির কারণ জানতে চাওয়া হলে তিনি অতি পরিচিত ভঙ্গিতে বলেন, “দেখুন, ‘ধূমকেতু’ ছবিতে আমার চরিত্রটি খুব বেশি বড় নয়। তবে তার মানে এই নয় যে সেটা গুরুত্বপূর্ণ নয়। যথেষ্ট গুরুত্বপূর্ণ, সেটা ছবি দেখলেই বুঝতে পারবেন দর্শক। আসলে, এই ছবির প্রচারের সমস্ত আলো ফেলা হচ্ছে দেব-শুভশ্রীর উপর। এত জনপ্রিয় জুটির প্রায় এক দশক পর বড়পর্দায় কামব্যাক, এটা স্বাভাবিক।”
তিনি আরও বলেন, “এই ছবিতে পরিচালক কৌশিক গাঙ্গুলি(Kaushik Ganguly)সহ প্রতিটি অভিনেতা-অভিনেত্রী দুর্দান্ত কাজ করেছেন। আমি সবসময়ই চেয়েছি বাংলায় আরও বেশি করে মূলধারার ছবি তৈরি হোক। কারণ তবেই এই ইন্ডাস্ট্রি বাঁচবে। এখন বাংলা ছবির বাজার খুব একটা ভাল নয়। সেখানে এই ছবি ইন্ডাস্ট্রিতে টাটকা বাতাস নিয়ে আসবে। দেব-শুভশ্রীর জুটি বেঁধে আরও বেশি ছবি করা উচিত।”
চিরঞ্জিৎ জানান, দেব তাঁকে ফোন করে ছবিটি মুক্তির খবর দিয়েছিলেন। তিনি বলেন, “ছবিটা ফাইনাল কাট এখনও দেখা হয়নি। তবে আমি চাই এই ছবির যেন সবরকমভাবে ভালো হয়।”
দীর্ঘ অপেক্ষার পর অবশেষে ‘ধূমকেতু’র মাধ্যমে ফের জ্বলে উঠবে দেব-শুভশ্রীর ম্যাজিক। সময় বলবে ভবিষ্যতে তাঁদের আবার একসঙ্গে দেখা যাবে কিনা।
দেখুন অন্য খবর: