স্পোর্টস ডেস্ক: বিশ্ব ফুটবলের সবথেকে নামী একক পুরস্কার ব্যালন ডো’র (Ballon d’Or)। প্রকাশিত হল এই বছরের (২০২৫) সম্ভাব্য পুরস্কার প্রাপকদের ৩০ জনের তালিকা। পুরুষ এবং মহিলা, দুই বিভাগেই তালিকা প্রকাশিত হয়েছে। এবারের তালিকায় নেই সবথেকে বেশিবার ব্যালন ডো’র জয়ী লিওনেল মেসি (Lionel Messi) এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo) নাম। সেপ্টেম্বর মাসে আয়োজিত হবে বহু প্রতীক্ষিত পুরস্কার প্রদান অনুষ্ঠান।
পুরুষদের বিভাগে গত বছর ব্যালন ডো’র জিতেছিলেন স্পেন এবং ম্যাঞ্চেস্টার সিটির মিডফিল্ডার রদ্রি (Rodri)। মেয়েদের বিভাগে খেতাব পান স্পেন ও বার্সেলোনার আইতানা বোনমাতি। এ বছর ছেলেদের মধ্যে খেতাব জয়ের এক নম্বর দাবিদার মনে করা হচ্ছে উসমান ডেম্বেলেকে (Ousmane Dembele)। পিএসজির প্রথমবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জেতার জন্য তাঁরই অবদান সবথেকে। এ মরসুমে আক্রমণ ভাগে অপ্রতিরোধ্য ছিলেন এই ফরাসি ফরোয়ার্ড।
আরও পড়ুন: আপাতত বিশ্রাম, আবার কবে মাঠে নামবেন শুভমন, সিরাজরা?
পুরুষদের ৩০ জনের তালিকা:
জুড বেলিংহ্যাম (রিয়াল মাদ্রিদ ও ইংল্যান্ড)
উসমান ডেম্বেলে (পিএসজি ও ফ্রান্স)
জিয়ানলুইগি ডোনারুমা (পিএসজি ও ইতালি)
ডিজায়ার ডুয়ে (পিএসজি ও ফ্রান্স)
ডেনজেল ডামফ্রিজ (ইন্টার মিলান ও নেদারল্যান্ডস)
সেরহাউ গুইরাসি (বরুশিয়া ডর্টমুন্ড এবং গিনি)
ভিক্টর গিওকেরেস (আর্সেনাল ও সুইডেন)
এর্লিং হ্যাল্যান্ড (ম্যান সিটি এবং নরওয়ে)
আশরাফ হাকিমি (পিএসজি ও মরক্কো)
হ্যারি কেন (বায়ার্ন মিউনিখ ও ইংল্যান্ড)
ভিচা ভারাতস্কেলিয়া (পিএসজি ও জর্জিয়া)
রবার্ট লেওয়ানডস্কি (বার্সেলোনা ও পোল্যান্ড)
অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার (লিভারপুল ও আর্জেন্টিনা)
লাউতারো মার্টিনেজ (ইন্টার মিলান ও আর্জেন্টিনা)
কিলিয়ান এমবাপ্পে (রিয়াল মাদ্রিদ ও ফ্রান্স)
স্কট ম্যাকটমিনে (নাপোলি ও স্কটল্যান্ড)
নুনো মেন্ডেস (পিএসজি ও পর্তুগাল)
জোয়াও নেভেস (পিএসজি ও পর্তুগাল)
মাইকেল ওলিস (বায়ার্ন মিউনিখ ও ফ্রান্স)
কোল পামার (চেলসি ও ইংল্যান্ড)
পেদ্রি (বার্সেলোনা ও স্পেন)
রাফিনহা (বার্সেলোনা ও ব্রাজিল)
ডেক্লান রাইস (আর্সেনাল ও ইংল্যান্ড)
ফ্যাবিয়ান রুইজ (পিএসজি ও স্পেন)
মহম্মদ সালাহ (লিভারপুল ও মিশর)
ভার্জিল ভ্যান ডাইক (লিভারপুল ও নেদারল্যান্ডস)
ভিনিসিয়াস জুনিয়র (রিয়াল মাদ্রিদ ও ব্রাজিল)
ভিতিনহা (পিএসজি ও পর্তুগাল)
ফ্লোরিয়ান উইর্টজ (লিভারপুল ও জার্মানি)
লামিন ইয়ামাল (বার্সেলোনা ও স্পেন)
মেয়েদের ৩০ জনের তালিকা:
স্যান্ডি বাল্টিমোর (চেলসি ও ফ্রান্স)
বারব্রা বান্দা (অরল্যান্ডো প্রাইড ও জাম্বিয়া)
আইতানা বনমাতি (বার্সেলোনা ও স্পেন)
লুসি ব্রোঞ্জ (চেলসি ও ইংল্যান্ড)
ক্লারা বুহল (বায়ার্ন মিউনিখ ও জার্মানি)
মারিওনা ক্যালডেন্টি (আর্সেনাল ও স্পেন)
সোফিয়া ক্যান্টোর (ওয়াশিংটন স্পিরিট ও ইতালি)
স্টেফ ক্যাটলি (আর্সেনাল ও অস্ট্রেলিয়া)
টেমওয়া চাউইঙ্গা (কানসাস সিটি কারেন্ট ও মালাউই)
মেলচি ডুমোর্নে (লিয়ন ও হাইতি)
এমিলি ফক্স (আর্সেনাল ও মার্কিন যুক্তরাষ্ট্র)
ক্রিশ্চিয়ানা গিরেলি (জুভেন্টাস ও ইতালি)
এস্থার গঞ্জালেজ (গোথাম ও স্পেন)
ক্যারোলিন গ্রাহাম হ্যানসেন (বার্সেলোনা ও নরওয়ে)
প্যাট্রি গুইজারো (বার্সেলোনা ও স্পেন)
আমান্ডা গুতেরেস (পালমেইরাস ও ব্রাজিল)
হান্না হ্যাম্পটন (চেলসি ও ইংল্যান্ড)
পারনিল হার্ডার (বায়ার্ন) মিউনিখ ও ডেনমার্ক)
লিন্ডসে হিপস (লিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্র)
ক্লোই কেলি (আর্সেনাল ও ইংল্যান্ড)
ফ্রিদা মানাম (আর্সেনাল ও নরওয়ে)
মার্তা (অরল্যান্ডো প্রাইড ও ব্রাজিল)
ক্লারা মাতেও (প্যারিস এফসি ও ফ্রান্স)
ইওয়া পাজোর (বার্সেলোনা ও পোল্যান্ড)
ক্লদিয়া পিনা (বার্সেলোনা ও স্পেন)
আলেক্সিয়া পুটেলাস (বার্সেলোনা ও স্পেন)
আলেসিয়া রুসো (আর্সেনাল ও ইংল্যান্ড)
জোহানা রাইটিং ক্যানেরিড (চেলসি ও সুইডেন)
ক্যারোলিন ওয়েয়ার (রিয়াল মাদ্রিদ ও স্কটল্যান্ড)
লিয়া উইলিয়ামসন (আর্সেনাল ও ইংল্যান্ড)
দেখুন অন্য খবর: