কী, টক অন ফ্যাক্টস (Talk on Facts) কেমন লাগছে আমাদের কমেন্ট করে জানান। এবার তাহলে পরের টপিকে চলে যাচ্ছি। আচ্ছা আমরা বাড়িতে ইনস্টলেশনের জন্য ১, ১.৫ বা ২ টন এসি (AC) সম্পর্কে কথা বলি। এই ক্ষমতার একটি এসি একটি সাধারণ আকারের ঘরকে ঠান্ডা করতে সক্ষম। কিন্তু আপনি কি কখনও ভেবে দেখেছেন যে একটি ট্রেনের (Train) বগিতে কত টন এসি লাগানো থাকে? যা চলন্ত গাড়িতে ৭২ বা তার বেশি লোককে শীতলতা প্রদান করে। যদি না হয়, আজ আমরা আপনাকে এটি সম্পর্কে সম্পূর্ণ তথ্য টক অন ফ্যাক্টসে জানাব।
ট্রেনে কত টনের এসি থাকে?
* ICF কোচে, থার্ড এসি-তে (3rd AC ) ৭ টনের ২টি এসি লাগানো থাকে
* দ্বিতীয় AC-তে (2nd AC), প্রতিটি ৫.২ টন ওজনের ২টি AC ইনস্টল করা আছে
আরও পড়ুন: Talk on Facts | Eye Care | মোবাইল-ল্যাপটপে আসক্ত? হতে পারে চোখের সমস্যা
* একই সময়ে, প্রথম শ্রেণিতে (AC 1st Class) ৬.৭ টন ওজনের একটি এসি ইনস্টল করা হয়েছে
* ভিড় এবং কোচের আসন সংখ্যার কথা মাথায় রেখে এটি করা হয়
কেমন লাগল আমাদের অবশ্যই কমেন্ট করে জানান। টক অন ফ্যাক্টস দেখতে চোখ থাকুক কলকাতা টিভি অনলাইন, ইউটিউব, ২টো ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম আর এই শো-এর ডিজিটাল ব্রডকাস্ট পার্টনার ডেইলি হান্টে।