কলকাতা: চৈত্র প্রায় শেষের পথে৷ এখনও দক্ষিণবঙ্গে বৃষ্টি বা কালবৈশাখী, কোনওটারই দেখা নেই৷ এক পশলা বৃষ্টির জন্য চাতক পাখির মতো আকাশে চেয়ে শহরবাসী৷ অপেক্ষা চলবে আরও কিছুদিন৷ কেননা আলিপুর আবহাওয়া দফতরের মঙ্গলবারের পূর্বাভাসেও দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও উল্লেখ নেই৷ হাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে তাপমাত্রার কোনও পরিবর্তন হবে না৷ বৃষ্টির কোনও সম্ভাবনা নেই৷ তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে৷
উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস আগেই দিয়ে রেখেছিল আলিপুর আবহাওয়া দফতর৷ সেই পূর্বাভাস মিলেও গিয়েছে৷ মঙ্গলবার আবহবিদরা জানিয়েছেন, উত্তরবঙ্গে কিছুদিন বৃষ্টিপাত চলবে৷ দু-এক জায়গায় ভারী বৃষ্টিপাত হবে৷ আলিপুরের অধিকর্তা জি কে দাস জানিয়েছেন, উত্তরের পাঁচ জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে৷ তবে আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ির কিছু জায়গায় ভারী বৃষ্টিপাত হবে৷ আগামী চারদিন বৃষ্টিপাত চলবে৷
প্রচন্ড গরমে তৃষ্ণায় ভরসা ডাবের জল৷
এর বিপরীত ছবি ধরা পড়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে৷ সকালে অনেক জায়গায় আকাশ মেঘলা থাকলেও ৮টার পরই দেখা মিলছে রোদ্দুরের৷ তাপমাত্রা বেড়ে যাওয়ায় গরমের অনুভূতি হচ্ছে৷ তবে অতটাও অস্বস্তি হচ্ছে না৷ কেননা সকাল-বিকেল হাওয়া বইছে৷ আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, এই সময় প্রচুর জলীয় বাষ্প ঢুকছে৷ আবার হাওয়া বইছে৷ তাই গরমে অতটাও ঘাম বোধ হচ্ছে না৷ আগামী পাঁচদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির কোনও পূর্বাভাস নেই৷ আকাশ পরিষ্কার ও শুষ্ক থাকবে৷ উপকূলবর্তী এলাকাগুলিতে তাপমাত্রা খানিকটা কম থাকতে পারে৷ বাকি জেলাগুলিতে তাপমাত্রার খুব একটা হেরফের হবে না৷
আরও পড়ুন: Howrah Wonder Boy: হাওড়ায় বিস্ময় শিশু! ৩ বছর ৭ মাসে গড়গড়িয়ে বলে রাজ্য, অঙ্গপ্রত্যঙ্গের নাম