ওয়েলকাম টু টক অন ফ্যাক্টস (Talk on Facts)।
আমরা এই শো-এর মাধ্যমে আপনাদের যে ফ্যাক্ট তুলে ধরি সেটা কতটা এফেক্ট করে সেটা কিন্তু আমাদের জানাতে ভুলবেন না। কারণ আজকে প্রথম যে টপিক নিয়ে আপনাদের ইনফর্মেশন দেব সেটা কতটা আমাদের জন্য ভালো হল বা দেশের জন্য ভালো হল সেটা আপনারাই সিদ্ধান্ত নিতে পারবেন।
কারণ, আগামী ১ এপ্রিল থেকে UPI-এর মাধ্যমে অর্থ পাঠালে দিতে হতে পারে অতিরিক্ত টাকা! অনলাইন লেনদেনে আসছে বড় বদল। জিপে (Gpay) কিংবা অন্য কোনও সংস্থার মাধ্যমে অনলাইনে টাকা লেনদেন করেন? তবে নতুন অর্থবর্ষের প্রথম দিন থেকেই আপনাকে গুনতে হতে পারে অতিরিক্ত অর্থ। এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তিও প্রকাশিত হয়েছে।
এবার তাহলে পরের টপিকে যাওয়া যাক।
তুরস্ক (Turkey) আর সিরিয়ার (Syria) ভূমিকম্পের ঘটনা এখনও টাটকা। প্রায় ৫০ হাজার মানুষ প্রাণ হারিয়েছেন। তারপর ভূমিকম্প হয়েছে জাপান (Japan), আফগানিস্তান (Afghanistan) এমনকী আমাদের দেশেও। কিন্তু আপনারা কি জানেন ভূমিকম্প হবে সেটা আগের টের পায় কোন প্রাণী? এই প্রশ্নের উত্তরে অনেকেই বলবেন কুকুর, কিন্তু না। উত্তরটা জানাই।
এবার আজকের শেষ টপিক চলে যাওয়া যাক।
আমরা ঘুরতে যাই এমনকী প্রতিদিনের যাতায়াতে রাস্তাতেও দেখতে পাই এক্সপ্রেসওয়ে (Expressway) এবং হাইওয়ে (Highway)। আমি কিছুক্ষণ আগেই গাড়িতে এলাম হাইওয়ে দিয়ে। কিন্তু এক্সপ্রেসওয়ে এবং হাইওয়ের মধ্যে পার্থক্য কী আছে জানেন? অধিকাংশ মানুষ এই প্রশ্নের উত্তর দিতে পারেন না। জেনে নিন হাইওয়ে ও এক্সপ্রেসওয়ে-র মধ্যে তফাৎ কী।