ঝাড়গ্রাম: তৃতীয় ঢেউয়ে বিপর্যস্ত জঙ্গলমহলের টুসু (Tusu Festival) শিল্পীরা। করোনা পরিস্থিতির জন্য হাট, বাজার বন্ধ। চিন্তায় টুসু (Tusu Puja 2022) মূর্তি তৈরির কারিগররা।
হাতে আর কয়েকটা দিন বাকি। সারা বছর টুসু (Tusu festival 2022) উৎসবের দিকে তাকিয়ে থাকেন জঙ্গলমহলের শিল্পীরা। মূর্তি তৈরি করে হাটে হাটে গিয়ে বিক্রি করে ভালো উপার্জন করেন তাঁরা। কিন্তু করোনা পরিস্থিতির জন্য বিগত কয়েক বছর ধরে লাভের মুখ দেখেননি তাঁরা। তার ওপরে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সম্পূর্ণ লকডাউন করা হয়েছে ঝাড়গ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে। ফলে সব মিলিয়ে রুটিরুজির টানে মাথায় হাত জঙ্গলমহলের শিল্পীদের।
ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের কাটনিমাড়ো গ্রামের প্রায় ৩৫ টি বৈষ্ণব পরিবারের ছোট থেকে বড় সবাই এই টুসু মূর্তি তৈরি করে থাকেন। প্রসঙ্গত, বাঁদনা,করমের মতো টুসুও জঙ্গলমহল এলাকার ঐতিহ্যবাহী বড় পরব। মূলত আদি জনজাতির কুর্মি সম্প্রদায় এই সংস্কৃতির ধারক ও বাহক। জঙ্গলমহলের অন্য জেলাগুলির মতো ঝাড়গ্রামেও জাঁকজমক আকারে পালিত হয় টুসু পরব।
জঙ্গলমহলের শিল্পীদের হাতে গড়া মুর্তি
আরও পড়ুন Gosaba: গোসাবায় ফের ‘সুন্দরবনের রাজা’, আতঙ্ক
সারাবছর অন্যান্য কাজ করে অর্থ উপার্জন করলেও টুসু উৎসবের সময় বাড়তি উপার্জন করে থাকেন তাঁরা। প্রায় তিন মাস ধরে ঝাড়গ্রাম জেলার বিভিন্ন ব্লকের টুসু শিল্পীরা বাড়িতে মূর্তি তৈরি করেন। উৎসবের কয়েকদিন আগে সেই মূর্তিগুলো জঙ্গলমহলের বিভিন্ন হাটে গিয়ে তাঁরা বিক্রি করতেন। কিন্তু হাট, বাজার বন্ধ থাকায় ও করোনা বিধিনিষেধ জারি হওয়ায় অথই জলে পড়েছেন তাঁরা। অনেকে আবার ধারদেনা করে মূর্তি গড়েছিলেন। কিন্তু করোনা পরিস্থিতির জন্য বিগত কয়েক বছর ধরে উপার্জনে বাধা পড়েছে। তাই সব ভুলে কী ভাবে তাঁরা সংসার চালাবেন তা নিয়ে চিন্তায় পড়েছেন।
আরও পড়ুন Narendra Modi: বুধবার বিবেকানন্দের জন্মদিনে ভার্চুয়ালি উপস্থিত থাকবেন নরেন্দ্র মোদি