সৌম্যজিৎ চট্টোপাধ্যায়, নন্দীগ্রাম: নন্দীগ্রামের (Nandigram) তৃণমূল কর্মী (Tmc Worker) মহাদেব বিশাই হত্যা মামলায় গ্রেফতার (Arrest) তিন। নন্দীগ্রামের গোকুলনগর গ্রাম পঞ্চায়েত এলাকার গিরির বাজার এলাকায় গত বৃহস্পতিবার খুন হন মহাদেব বিশাই (Mahadev Bishai) ।
তাকে পিটিয়ে খুন করার অভিযোগ ওঠে বিজেপির (BJP) বিরুদ্ধে। খুনের আগে মহাদেবকে হুমকির সম্মুখীন হতে হয়েছিল দাবি তৃণমূলের।
আরও পড়ুন: কড়া নিরাপত্তায় বর্ষবরণ, শহরজুড়ে মোতায়েন সাড়ে ৪ হাজারের বেশি পুলিশ
ঘটনায় ৩৯ জন বিজেপি কর্মী সমর্থকের বিরুদ্ধে নন্দীগ্রাম থানায় দায়ের হয়েছিল অভিযোগ। তারপরেই নন্দীগ্রামের আইসিকে সরানো হয়,এবং দায়িত্বে আসেন তুহিন বিশ্বাস।
তুহিন বিশ্বাস দায়িত্বে আসার পরেই মহাদেব খুনের মামলায় তিনজনকে গ্রেফতার করা হল। ধৃতরা হল শোভন সেনা(শুভ), অর্জুন সেনা, অরুণ মাইতি। শোভনের বাড়ি বৃন্দাবন চক এলাকায়, অর্জুন
বাড়ি কানঙ্গচক এলাকার বাসিন্দা, অরুণ মাইতির বাড়ি বৃন্দাবনচকে। গ্রেফতারের পর তাদের কোর্টে তোলা হয়। আদালত ৮ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে।
দেখুন অন্য খবর-