কলকাতা টিভি ওয়েব ডেস্ক : সরকারি গাড়িতে চেপে ত্রিপুরায় (Tripura) খোলা হচ্ছে তৃণমূলের (TMC) পতাকা। ত্রিপুরা তৃণমূলের তরফ থেকে এমনটাই অভিযোগ করে একটি ভিডিও টুইট করা হয়েছে। যে ভিডিওতে দেখা যাচ্ছে রাতের অন্ধকারে ত্রিপুরা সরকারের একটি সাদা গাড়ি রাস্তায় লাগানো তৃণমূলের পতাকা খুলে ফেলছে। এই ভিডিওর সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি ডিজিটাল।
এই ভিডিওটি পোস্ট করা হয়। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস ত্রিপুরার (AITC Tripura) টুইটারে। এটি শেয়ার করেছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। ক্যাপশনে লেখা, ধিক্কার ত্রিপুরার বিজেপি সরকারকে। এই ভিডিওতে ট্যাগ করা হয় বিপ্লব দেবকে। লেখা হয়, এমন ভাবে কেন তৃণমূল কংগ্রেসের পতাকা খুলে ফেলা হচ্ছে? এটা কি উচিত? এটাই কি নতুন ভারতের রূপ? যদিও এই ঘটনায় সরকারের তরফ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
#NewIndia https://t.co/lklf8T69Ho
— Abhishek Banerjee (@abhishekaitc) November 17, 2021
আরও পড়ুন – ত্রিপুরার পুরভোটে ৯ দফার ইশতাহার প্রকাশ তৃণমূলের
আগামী ২৫ নভেম্বর ত্রিপুরায় ১৩টি পুরসভা ও ৬ নগরপঞ্চায়েতের নির্বাচন৷ সেখানে বাংলার শাসক দল তৃণমূল প্রথমবার প্রতিদ্বন্দ্বিতা করছে৷ নির্বাচনের আগে ইতিমধ্যেই ত্রিপুরা(Tripura) পুরভোটে (Civic Polls) ৯ দফা নির্বাচনী ইশতাহার (Manifesto) প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস(TMC)৷ মঙ্গলবার আগরতলায় সাংবাদিক সম্মেলন করে তৃণমূল প্রতিনিধিরা আগরতলার মানুষের স্বাস্থ্য,পানীয় জল, সাধারণের নিরাপত্তা সুনিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন।
সব ঠিকঠাক থাকলে ২২ নভেম্বর পুরভোটের প্রচারে ত্রিপুরা যেতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার আগেই সেখানে প্রচারে যাওয়ার কথা রয়েছে ফিরহাদ হাকিমের। নির্বাচনের পূর্বে জোর কদমে চলছে পুরভোটের প্রচার। যে কারণে বিভিন্ন দলের পতাকা লাগানো হয়েছে ত্রিপুরায়। এবার নির্বাচনী প্রচারের কারণে লাগানো পতাকা খুলে ফেলার অভিযোগ উঠল বিজেপি শাসিত বিপ্লব দেবের সরকারের বিরুদ্ধে।