কলকাতা: প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় (Primary Recruitment Scam) রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার (Chandranath Sinha) ব্যাংক অ্যাকাউন্টে বিপুল অঙ্কের লেনদেনের তথ্য মিলেছে বলে দাবি করল প্রয়োগকারী সংস্থা ইডি (ED)। সংস্থার সূত্রে জানা গেছে, তার দুটি ব্যাংক অ্যাকাউন্টে প্রায় ১ কোটি ৫০ লক্ষ টাকার লেনদেনের প্রমাণ পাওয়া গিয়েছে, যা তদন্তকারীদের কাছে সন্দেহজনক বলে মনে হয়েছে।
ইডি জানিয়েছে, এই লেনদেনগুলি ২০১৬ থেকে ২০২১ সালের মধ্যে হয়েছে। সংস্থার দাবি, এই অর্থের উৎস সম্পর্কে সন্তোষজনক ব্যাখ্যা দিতে ব্যর্থ হয়েছেন মন্ত্রী। এর আগে ইডি তাকে দু’বার নোটিশ দিলেও তিনি হাজিরা দেননি। তবে সম্প্রতি তিনি কলকাতার ইডি অফিসে গিয়ে তদন্তকারীদের মুখোমুখি হন।
তদন্তে উঠে এসেছে, বরখাস্ত তৃণমূল নেতা কুণাল ঘোষের ব্যক্তিগত নথি থেকে মন্ত্রীর নাম পাওয়া যায়, যার ভিত্তিতে ইডি আরও তথ্য সংগ্রহ করে। গত বছরের মার্চ মাসে মন্ত্রীর বাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ৪১ লক্ষ টাকা নগদ ও একটি মোবাইল ফোন উদ্ধার হয়েছিল।
এই মামলায় চন্দ্রনাথ সিনহা হলেন দ্বিতীয় মন্ত্রী, যার বিরুদ্ধে ইডি অভিযোগ দায়ের করল। এর আগে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধেও একই মামলায় চার্জশিট জমা দিয়েছিল সংস্থা।
দেখুন আরও খবর: