কলকাতা: প্রতি বছর বিপুল সংখ্যক ভারতীয় (Indian) বিদেশ ভ্রমণের (Tour) পরিকল্পনা করে থাকেন। বিদেশে পৌঁছানোর পরে পর্যটক হয় ট্যাক্সি নেন কিংবা স্থানীয় পরিবহনের সাহায্য নেন। কিন্তু বিদেশ ভ্রমণের সময় অনেকেরই ইচ্ছে করে নিতে হাতে গাড়ি চালিয়ে নিজের মতো করে ঘুরতে। ভাবছেন তো, বিদেশে গিয়ে কী করে সম্ভব! চিন্তা নেই, ভারতীয় ড্রাইভিং লাইসেন্স সঙ্গে থাকলে বিদেশে গিয়েও অনায়াসে গাড়ি ভাড়া করে তা চালিয়ে ঘুরতে পারেন আপনিও। সব দেশে না হলেও এমন কিছু দেশ রয়েছে যেখানে ভারতীয় লাইলেন্স বৈধ। জেনে নিন কোন কোন দেশে ভারতীয় লাইসেন্স নিয়ে গাড়ি চালাতে পারেন?
১) নিউ জ়িল্যান্ড- গাড়ি চালাতে যাঁরা ভালোবাসেন, তাঁদের পছন্দের একটি দেশ হল নিউ জ়িল্যান্ড। ২১ বছর বয়স হলেই এখানে গাড়ি চালাতে পারবেন যে কোনও ভারতীয়। সঙ্গে গাড়ি চালানোর বৈধ লাইসেন্স থাকলেই হবে। টানা এক বছর গাড়ি চালানোর অনুমতি দেয় এই দেশের সরকার।
২) অস্ট্রেলিয়া- সাউথ ওয়েলস, কুইন্সল্যান্ড, কোস্টাল অস্ট্রেলিয়া এবং অস্ট্রেলিয়ান ক্যাপিটাল অঞ্চলের রাস্তায় ভারতীয় লাইসেন্স ব্যবহার করে গাড়ি চালাতে পারেন। উত্তর অস্ট্রেলিয়ায় নিজস্ব ভারতীয় ড্রাইভিং লাইসেন্স দিয়ে মাত্র তিন মাসের জন্য গাড়ি চালানোর অনুমতি পাওয়া যায়। তবে লাইসেন্সটি ইংরেজি ভাষায় হতে হবে।
৩) সিঙ্গাপুর– ভারতীয় লাইসেন্সের সঙ্গে অস্থায়ী একটি আন্তর্জাতিক লাইসেন্স করিয়ে নিতে হয় সিঙ্গাপুরের রাস্তায় গাড়ি চালাতে গেলে। শুধু ভারতীয় লাইসেন্সটি যেন ইংরেজিতে হয়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।
৪) দক্ষিণ আফ্রিকা- মাসাইমারা বা সেরেঙ্গেটির জঙ্গলের ভিতর গাড়ি চালানোর অনুমতি না পেলেও ভারতীয় লাইসেন্স নিয়ে গোটা দেশটিই ঘুরে বেড়াতে পারেন। শুধু খেয়াল রাখবেন লাইসেন্সটি যেন ইংরেজিতে লেখা হয়।
৫) সুইৎজ়ারল্যান্ড- বলিউড সিনেমার মতো প্রিয়জনকে পাশে নিয়ে আপনিও গাড়ি চালাতে পারেন সুইৎজ়ারল্যান্ডের রাস্তায়। সঙ্গে গাড়ি চালানোর বৈধ ভারতীয় লাইসেন্স এবং তার ফোটোকপি থাকলেই হবে।
৬) মার্কিন যুক্তরাষ্ট্র- মার্কিন যুক্তরাষ্ট্রে গাড়ি চলে ডান দিক ঘেঁষে। তবে ভারতীয় ড্রাইভিং লাইসেন্স থাকলে যে সেদেশে এক বছরের মতো গাড়ি চালানোর অনুমতি মেলে। সেদেশের কোনও প্রদেশে গাড়ি চালাতে গেলে সেই প্রদেশের মোটর ভেহিকেলসের অফিসে সরাসরি যেতে হয়। একমাত্র শর্ত হল ড্রাইভিং লাইসেন্সটি অবশ্যই ইংরেজিতে হতে হবে।