কলকাতা: ডিসেম্বরের শহর জানান দিচ্ছে ২০২৪ এর শেষে এসে পৌঁছেছি আমরা। চলতি বছরে একাধিক সিনেমা মুক্তি পেয়েছে। কিছু ছবি যেমন বক্স অফিসে দারুণ সাফল্যে মুখ দেখেছে। তেমনি কিছু সিনেমা মুখ থুবড়ে পড়েছে। এর মধ্যে যুগান্তকারী সিনেমাগুলির সাক্ষী থেকেছে দর্শকরা। কিছু সিনেমার গল্প মুগ্ধ করেছে সিনেপ্রেমীদের। ফাইটার, স্ত্রী-২ (Stree 2) থেকে পুষ্প ২, দ্য রুল (Pushpa 2: The Rule)।
দেখে নেব এক নজরে সেরা সিনেমার তালিকা…
ফাইটার: ২০২৪ সালের সেরা বলিউড ছবির তালিকায় আছে ফাইটার (Fighter)। ২১২ কোটি আয় করেছিল ছবিটি। দীপিকা, অনিল কাপুর এবং হৃতিক অভিনীত ছবিটি মুক্তি পায় জানুয়ারিতে। এই ছবির গল্প মূলত পুলওয়ামা হামলার পর ভারতীয় বায়ুসেনার প্রতিশোধ নিয়ে। হৃত্বিক ও দীপিকার পর্দায় রসায়ন দুর্দান্ত।
তেরি বাতো মে অ্যায়সা উলঝা জিয়া: শাহিদ কাপুর ও কৃতি শ্যানন অভিনীত তেরি বাতো মে অ্যায়সা উলঝা জিয়া সকলের মন জয় কেছিল। ছবিতে রোবটের প্রেমে পড়েছিল শাহিদ। কমেডি এই ছবি মুক্তি পায় ফেব্রুয়ারিতে। ছবির গল্প থেকে গান নজর কেড়েছিল সকলের।
আর্টিকেল ৩৭০: ফেব্রুয়ারিতে মুক্তি পায় আর্টিকেল ৩৭০ (আর্টিকেল ৩৭০)। ইয়ামি গৌতম অভিনীত ছবিটি ছিল পলিটিকাল অ্যাকশন থ্রিলার। ছবির আয় ছিল ৭৮ কোটি টাকা। চলতি বছরের সেরা ছবির তালিকায় আছে আর্টিকেল ৩৭০।
শয়তান: আর মাধবন এবং অজয় দেবগণ অভিনীত এই ছবি দর্শকদের মধ্যে ভালো সাড়া জাগিয়েছি। কালা জাদু ওপর ভিত্তি করে তৈরি এই ছবি। ১৪৮ কোটি আয় করেছিল ছবির হিন্দি ভার্সন।
মুনজ্যা: এই মুক্তি পায় চলতি বছর জুন মাসে। ছবিটি একেবারে নতুন ধরনের গল্প নিয়ে তৈরি। কমেডি হরর এই ছবিটি আয় করেছে ১৩২ কোটি।
চন্দু চ্যাম্পিয়ন: এই ছবিতে কার্তিক আরিয়ানের অভিনয় দর্শকদের মন জয় করেছে। কার্তিক দক্ষতা অভিনয় করেছেন। কবির খান পরিচালিত এই বায়োপিক ছবির আয় ছিল ৬৩.৫৬ কোটি টাকা।
কালকি ২৮৯৮ এডি: এই ছবি নিয়ে দর্শক মনে উন্মাদনা ছিল তুঙ্গে। বিগ বি, প্রভাস, তেমনই দীপিক পাড়ুকোন এবং কমল হাসানের মতো তারকাদের দেখা গিয়েছে ছবিতে। বিগ বাজেটের এই ছবির হিন্দি ভার্সন আয় করেছে ২৯৩.১৩ কোটি।
স্ত্রী ২: চলতি বছরে মুক্তি পায় স্ত্রী ২। শ্রদ্ধা কাপুর অভিনীত কমেডি হরর এই ছবি নজর কেড়েছে সকলের। ২০২৪ সালে মুক্তি পাওয়া সেরা বলিউড ছবির তালিকায় আছে স্ত্রী ২।ছবির মোট আয় ৫৬৪ কোটি।
আরও পড়ুন: দর্শকদের প্রশংসা কুড়িয়েছে এই ১০ বাংলা ওয়েব সিরিজ
ভুল ভুলাইয়া ৩: নভেম্বর মুক্তি পেল ভুল ভুলাইয়া ৩। কার্তিক আরিয়ান, বিদ্যা বালন, মাধুরী এবং তৃপ্তি ডিমরি অভিনীত ছবিটি মুক্তি পরই রেকর্ড গড়েছিল। এখনও পর্যন্ত বিশ্ব বাজারে ৪২১ কোটি আয় করেছে ছবিটি।
সিংঘম এগেইন: নভেম্বর মুক্তি পায় অজয় দেবগণ অভিনীত সিংঘম এগেইন (Singham Again)। ছবিটি গড়েছে রেকর্ড। ২০২৪ সালে মুক্তি পাওয়া সেরা বলিউড ছবির তালিকায় আছে ছবিটি। ছবির আপাতত আয় ৩৮৬ কোটি।
পুষ্প ২, দ্য রুল: চলতি বছরের সবচেয়ে বড় ছবি, আল্লু অর্জুন, রশ্মিকা মান্দান্না অভিনীত ডিসেম্বরে এসে রেকর্ড ভেঙেছে। সর্বকালের সর্বোচ্চ ওপেনিং দিয়ে শুরু হয়েছে। প্রথম দিনে ৭২ কোটি টাকা আয় করে। ফিল্মটি প্রচুর প্রশংসা কুড়িয়েছে। বর্তমানে, চলচ্চিত্রটি সাফল্যের নতুন মানদণ্ড স্থাপন করছে। বিশ্বব্যাপী ১,৪০৯ কোটি টাকা অতিক্রম করেছে এবং এখনও গণনা চলছে।
অন্য খবর দেখুন