দিনহাটা : ভোটের দিনই সম্ভবত বুঝে গিয়েছিলেন ৷ তাই সে দিন এজেন্ট দিতে না পারার সাফাই হিসেবে সন্ত্রাসের অভিযোগ তুলেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক ৷ আর ফল প্রকাশের পর দেখা গেল নিশীথ প্রামাণিকের বুথে একশোটিও ভোট পায়নি বিজেপি ৷
ভেটাগুড়ি চৌপথি হাইস্কুলের ৭/২৩৪ নম্বর বুথ ৷ এখানেই ভোট দিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক ৷ আর ভোট গণনার দিন দেখা গেল সেই বুথ থেকে মাত্র ৯৫টি ভোট পেয়েছে বিজেপি ৷ অন্যদিকে, দেড় লাখের কাছাকাছি ভোটে জিতেছেন দিনহাটার তৃণমূল প্রার্থী উদয়ন গুহ ৷
বিধানসভা নির্বাচনের পর থেকেই দিনহাটা জুড়ে ব্যাপক সন্ত্রাস চালানো হচ্ছে বলে দাবি করেন নিশীথ । কেন্দ্রীয় মন্ত্রীর দাবি, ভোটের পর থেকেই আমাদের কর্মীরা আক্রান্ত হচ্ছেন । বাড়ি, আসবাব জ্বালিয়ে দেওয়া হচ্ছে । উপ-নির্বাচনের আগে সেই সন্ত্রাসের মাত্রা আরও বাড়ে । বুথের সামনে জমায়েত করে সাধারণ মানুষকে ভয় দেখানো হচ্ছে ।
যদিও বহু বুথে বিজেপি এজেন্ট দিতে না পারার কথা শেষ পর্যন্ত স্বীকার করে নেন মন্ত্রী । অনেকটা সাফাইয়ের সুরে বলেন, ‘অনেক বুথে আমরা এজেন্ট দিতে পারিনি । বহু জায়গায় আমাদের এজেন্টদের ভয় দেখিয়ে তুলে দেওয়া হয়েছে । তবে সংগঠন শক্তিশালীই আছে ।’ যদিও ফলপ্রকাশের পর দেখা গেল ৯৫টা ভোট পেয়েই সন্তুষ্ট থাকতে হলে কেন্দ্রীয় মন্ত্রীকে ৷
এই এলাকাতেই বড় হয়েছেন নিশীথ প্রামাণিক ৷ প্রথমে তৃণমূল করেছেন ৷ সেখান থেকে বিজেপি ৷ আজ কেন্দ্রীয় মন্ত্রী ৷ একাধিক অভিযোগ রয়েছে ব্যক্তি নিশীথের বিরুদ্ধে ৷ সে সব কিছুকে পিছনে ফেলেই গত বিধানসভা নির্বাচনে নিশীথকে প্রার্থী করে বিজেপি ৷ কিন্তু, মাত্র ৫৭ ভোটে জয় পান তিনি ৷ বিধানসভা নির্বাচনে ৫৭ ভোটে জয়, তখনই যেন নিশীথ বিরোধী হাওয়া বুঝিয়ে দিয়েছিলেন দিনহাটার মানুষ ৷
জয়ী হলেও কেন্দ্রীয় মন্ত্রিত্বই ধরে রাখতে চেয়েছিলেন ৷ তার ফলে দিনহাটায় ফের নির্বাচন ৷ যে আভাস মে মাসে তাঁরা দিয়েছিলেন, এবার দেড় লাখের বেশি ভোটে উদয়ন গুহকে জিতিয়ে দিনহাটার মানুষ বুঝিয়ে দিলেন নিশীথ নন, দিনহাটা উদয়নের ৷