পরের টপিক দেখে নেওয়া যাক।
স্কেটিং (Skating) করে উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) শ্যামনগর (Shyamnagar) থেকে বিদেশে পাড়ি বছর ১৩-র দুই কিশোর-কিশোরীর! আর তাতেই এল আন্তর্জাতিক স্বীকৃতি।
জেনে নেওয়া যাক আন্তর্জাতিক স্বীকৃতি কেন মিলল?
* মাত্র ১২ দিনে ৮২৬ কিলোমিটার দীর্ঘ পথ পেরিয়ে অবশেষে লক্ষ্যভেদ
* মাত্র ১৩ বছরেই দুর্দান্ত এই সাহসিকতার জন্য ইতিমধ্যেই মিলেছে আন্তর্জাতিক স্বীকৃতি
* বছর ১৩-এর গীতাংশা দুগার (Geetangsha Dugar) এবং রুদ্র সরকার (Rudra Sarkar) তাদের এই বিরাট কীর্তির জন্য নাম তুলেছে ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ডসে (International Book of Records)
আরও পড়ুন: Talk on Facts | Heat Wave | বাংলায় তাপপ্রবাহ, পয়লা বৈশাখ পর্যন্ত আবহাওয়া কেমন থাকবে?
* নাম উঠেছে ওয়ার্ল্ড ওয়াইড বুক অফ রেকর্ডসেও
* এবারের লক্ষ্য পাকিস্তান ও চীন, তার জন্য চলছে অনুশীলনও
আমাদের টক অন ফ্যাক্টস কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান। আর টক অন ফ্যাক্টস দেখতে চোখ থাকুক কলকাতা টিভি অনলাইন, ইউটিউব, ২টো ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম আর এই শো-এর ডিজিটাল ব্রডকাস্ট পার্টনার ডেইলি হান্টে।