নয়াদিল্লি: এক বছরে তিন প্রধান বিচারপতি৷ আগামী কয়েক মাসের মধ্যে তিনজন বিচারপতিকে পাওয়া যাবে দেশের প্রধান বিচারপতি পদে৷ ১৬ অগস্ট বর্তমান প্রধান বিচারপতি এন ভি রমানা অবসর নেবেন৷ ১৬ অগস্টের পর যিনি প্রধান বিচারপতি হবেন, তাঁর স্থায়িত্বকাল হবে স্বল্পমেয়াদী৷ নভেম্বর মাসে তিনি অবসর নেওয়ার পর নিযুক্ত হবেন নতুন বিচারপতি৷ ফলে অগস্ট থেকে নভেম্বর এই চারমাসের মধ্যে দেশের সর্বোচ্চ আদালত পাবে তিন প্রধান বিচারপতিকে৷
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে কে কবে শপথ নেবেন সেই তালিকা আগেভাগেই তৈরি করা থাকে৷ বিচারপতিদের মধ্যে যিনি সবচেয়ে প্রবীণ হন তিনিই প্রধান বিচারপতি পদে বসেন৷ তাঁর পরের দ্বিতীয় সবচেয়ে প্রবীণ বিচারপতি পরবর্তী প্রধান বিচারপতি হওয়ার লাইনে থাকেন৷ বর্তমান প্রধান বিচারপতি এন ভি রমানার অবসরের পর দায়িত্ব নেবেন বিচারপতি ইউ ইউ ললিত৷ তিনি মাত্র দু’মাস ওই পদে বহাল থাকবেন৷ ৮ নভেম্বর তাঁর অবসরের পর ওই পদে শপথ নেবেন বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়৷ আগামী দু’বছর শীর্ষ আদালতের প্রধান বিচারপতির দায়িত্ব সামলাবেন তিনি৷
শপথ গ্রহণের পরই ইতিহাস তৈরি করবেন ডি ওয়াই চন্দ্রচূড়৷ তাঁর বাবা বিচারপতি ওয়াই ভি চন্দ্রচূড় ছিলেন দেশের ১৬ তম প্রধান বিচারপতি৷ দীর্ঘ সাত বছর তিনি ওই পদে বহাল ছিলেন৷ রেকর্ড অনুযায়ী, ওয়াই ভি চন্দ্রচূড় ১৯৭৮ সালের ফেব্রুয়ারি মাসে দায়িত্ব গ্রহণ করেছিলেন৷ অবসর নেন ১৯৮৫ সালের জুলাইতে৷ বাবার মতো আইন ব্যবসাকে পেশা হিসেবে বেছে নেন ডি ওয়াই চন্দ্রচূড়৷ প্রধান বিচারপতি হওয়া থেকে আর কয়েককদম দূরে আছেন তিনি৷
আরও পড়ুন: Supreme Court Hijab Hearing: সুপ্রিম কোর্টে হিজাব মামলার দ্রুত শুনানির আশ্বাস প্রধান বিচারপতির
স্বল্পসময়ে পরপর প্রধান বিচারপতি পরিবর্তন নতুন ঘটনা নয়৷ তবে বিচারব্যবস্থার নীতি নির্ধারণে এর প্রভাব পড়ে৷ ৬৫ বছর হয়ে গেলেই অবসর নিতে হয় প্রধান বিচারপতিকে৷ সেটা বাড়িয়ে ৭০ বছর করা নিয়ে আলোচনা চলছে৷ বাইরের অনেক দেশে বিচারপতিরা আরও বেশি বয়সে অবসর নেন৷ কানাডা এবং ব্রিটেনের বিচারপতিরা ৭৫ বছর বয়সে অবসর গ্রহণ করেন৷ অস্ট্রেলিয়া, বেলজিয়াম এবং নরওয়েতে সেটা ৭০ বছর৷ এছাড়া আমেরিকা, রাশিয়া, নিউজিল্যান্ডের বিচারপতিরা সারাজীবন কাজ করার সুযোগ পান৷ তাই ভারতেও বিচারপতিদের অবসরের বয়স বৃদ্ধি নিয়ে ভাবনা চিন্তা চলছে৷ সেই সঙ্গে প্রধান বিচারপতি পদে তিন বছরের মেয়াদকাল করার দাবিও উঠেছে৷