কলকাতা: বাগান কে না ভালোবাসেন! অনেকে এখন ব্যালকনিতেও ছোটখাটো বাগান করে রাখেন। আচ্ছা, বলুন তো আপনি কত ধরনের বাগান দেখেছেন? ফুল,সবজি,ফল ছাড়াও বাহারি গাছের বাগান, তাই তো? কিন্তু সাপের বাগান দেখেছেন কখনও? হ্যাঁ! সাপেরই বাগান। এটা এমন একটি বাগান, যেখানে চারদিকে শুধুই কিলবিল করে বেড়াচ্ছে সাপ। এই বাগানে কিন্তু গাছ আছে, তবে গাছের ডালে ফুল-ফলের জায়গায় রয়েছে গোছা গোছা সাপ। সব কিন্তু জ্যান্ত। বিশ্বে এমনও দেশ আছে যেখানে সাপের বাগানেরও অস্তিত্ব রয়েছে আজও। যাবেন নাকি একবার?
গাছের পাতা থেকে গুঁড়ি সর্বত্র আপনার নজরে আসবে সাপ। একটা বা দুটো গাছে নয়, প্রত্যেকটা গাছের সর্বত্র সাপ। এমন সাপের বাগান রয়েছে ভিয়েতনামে। প্রায় ১২ হেক্টর জমি নিয়ে তৈরি করা হয়েছে ভিয়েতনামের স্নেক গার্ডেন (Snake Garden of Vietnam) । যার নাম ‘ডং টাম স্নেক ফার্ম’ (Dong Tam Snake Farm)। কিন্তু এই বাগান তৈরির নেপথ্যে রয়েছে অন্য কারণ। কেন এমন বাগান তৈরি করা হয়েছে? আসলে বিভিন্ন ধরনের ওষুধ তৈরির জন্যই নাকি বিস্তীর্ণ এলাকা জুড়ে সাপের চাষ করা হয় এই বাগানটিতে। ফলের বদলে ওই বাগানের প্রায় প্রতিটি গাছেই রয়েছে ৪০০-র বেশি সাপ (Snake)!
আরও পড়ুন: Ankush Hazra | ‘মহানায়ক’ সম্মান পেয়ে ট্রোলড হলেন অঙ্কুশ
জানা গিয়েছে, মূলত গবেষণার জন্যই ‘ডং টাম স্নেক ফার্ম’ (Dong Tam Snake ParkVietnam) তৈরি করা হয়। যে ফার্মের উদ্দেশ্যই ছিল চিকিৎসায় সাহায্য করা। সাপে কামড়ানোর ওষুধ তৈরির জন্যও নাকি বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এই বাগান। প্রতি বছর প্রায় ১৫০০ মানুষ সাপের কামড়ের চিকিৎসা করাতে আসেন এই ফার্মে, জানা গিয়েছে এমনও।