Placeholder canvas
কলকাতা রবিবার, ০৫ মে ২০২৪ |
K:T:V Clock

Placeholder canvas
Lady Dufferin Victoria: আর্থিক প্রতারণা থেকে শ্লীলতাহানি, কীর্তিমান ডাক্তারের কুকীর্তি ফাঁস
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  • | Edited By: পল্লবী দত্ত
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ মার্চ, ২০২২, ১২:১৫:২৬ এম
  • / ২৮৭ বার খবরটি পড়া হয়েছে
  • • | Edited By: পল্লবী দত্ত

কলকাতা: পেশায় তিনি চিকিৎসক৷ কিন্তু যা সব কাজকর্ম করে বেড়াচ্ছেন সেগুলোকে মোটেই চিকিৎসকসুলভ বলা যাবে না৷ অভিযোগ, কখনও নিজের পেশাকে কাজে লাগিয়ে নার্সিংহোমে রোগী ভর্তির নামে টাকা আদায় করেন৷ আবার কখনও নিজেকে প্রভাবশালী জাহির করে শ্লীলতাহানির পর নার্সকে হুমকি দেন৷ সম্প্রতি কলকাতার লেডি ডাফরিন হাসপাতালের রেসিডেন্ট মেডিক্যাল অফিসার রাজেশ বিশ্বাসের বিরুদ্ধে আর্থিক প্রতারণা এবং শ্লীলতাহানির মতো পরপর গুরুতর অভিযোগ উঠেছে৷ দুটি ঘটনার ক্ষেত্রে মুচিপাড়া থানায় অভিযোগ দায়ের হয়েছে৷ পুলিস জানিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে৷ হাসপাতালের কমপ্লেন্টস কমিটি শনিবার দুপুরে ওই নার্স এবং চিকিৎসককে ডেকে পাঠিয়েছে৷

রাজেশের কুকীর্তি ফাঁস হওয়ার পর তাঁর পরিচিত চিকিৎসকদের একাংশের লজ্জায় মাথা হেঁট হয়ে গিয়েছে৷ বলছেন, ‘ওঁর নামে অল্পবিস্তর অভিযোগ কিছু শুনতে পেতাম বটে৷ সেগুলো সত্যি না মিথ্যে বোঝা যেত না৷ কিন্তু এখন তো মনে হচ্ছে সবই সত্যি৷’ তাঁদের কথায়, এই সব চিকিৎসকের জন্য পেশার বদনাম হয়৷ মানুষ চিকিৎসকদের উপর ভরসা হারিয়ে ফেলেন৷ আসলে অল্প সময়ে নাম-যশ-খ্যাতি-অর্থ চলে এলে সেগুলো এদের মাথায় চড়ে বসে৷ তার উপর ক্ষমতার স্বাদ পেয়ে গেলে তখন ধরাকে সরা ভাবতে শুরু করে৷ সেখান থেকেই পতনের শুরু৷

সম্প্রতি রাজেশের লোভের শিকার হন রাজু মহেশ নামে এক যুবক৷ অন্তঃসত্ত্বা স্ত্রীর চিকিৎসার জন্য নিয়ে গিয়েছিলেন হাসপাতালের প্রভাবশালী ডাক্তারবাবু রাজেশ বিশ্বাসের কাছে৷ পুতুলের খুঁটিনাটি পরীক্ষার পর জানিয়েছিলেন, অবস্থা ভালো নয়৷ কলকাতা মেডিক্যালে প্রসব করাতে হলে সমস্যা হতে পারে। প্রাণনাশের আশঙ্কার থাকতে পারে৷ উপায় হিসেবে লেডি ডাফরিন ভিক্টোরিয়া হাসপাতালে সন্তান প্রসবের ‘পথ’ দেখিয়েছিলেন রাজেশ৷ স্বল্পশিক্ষিত রাজুকে তিনি বোঝাতে পেরেছিলেন, লেডি ডাফরিন বেসরকারি হাসপাতাল৷ সেখানে অপারেশনের অনেক খরচ৷ রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান নির্মল মাজির সঙ্গে কথা বলে কম খরচে তিনি রাজুকে চিকিৎসার ব্যবস্থা করে দেবেন বলে প্রতিশ্রুতি দেন৷ তারপরই রাজুর কাছে ১২ হাজার টাকা নেন রাজেশ৷ পরে রাজু জানতে পারেন লেডি ডাফরিন সরকারি হাসপাতাল৷ সেখানে রোগী ভর্তির জন্য কোনও টাকা লাগে না৷ বুঝতে পারেন, চিকিৎসকের মোড়কে রাজেশ একজন প্রতারক৷ নার্সিংহোমের মিথ্যে তত্ত্ব খাড়া করে ১২ হাজার টাকা হাতিয়ে নিয়েছে সে৷

আরও পড়ুন: Calcutta Medical College: নার্সিংহোমে ভর্তির নাম করে হাসপাতালের কর্মীকে প্রতারণার অভিযোগ নির্মল মাজী ঘনিষ্ঠ চিকিৎসকের বিরুদ্ধে

এই ঘটনার দিন কয়েক পরই রাজেশের লালসার শিকার হতে হয় এক নার্সকে৷ তাঁর অভিযোগ, ২৩ তারিখ সন্ধ্যায় ওটিতে ঢোকার আগে ওই চিকিৎসক তাঁকে নোংরাভাবে স্পর্শ করেন৷ তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেন৷ এমনকী অশ্লীল ইঙ্গিতও দেন৷ নার্সের আরও অভিযোগ, এর আগে মেডিক্যাল কলেজে নার্সিং পড়ার সময় তাঁকে কুপ্রস্তাব দিয়েছিলেন ওই চিকিৎসক৷ কর্তৃপক্ষকে জানিয়েও কোনও লাভ হয়নি৷ উল্টে বিষয়টি চেপে যাওয়ার কথা তাঁকে বলা হয়৷ হাসপাতাল কর্তৃপক্ষের সহযোগিতা না পেয়ে বাধ্য হয়ে তিনি মুচিপাড়া থানায় অভিযোগ দায়ের করেছেন৷ নির্যাতিতা অবশ্য পাশে পেয়েছেন নার্সদের সংগঠনকে৷ শনিবারই হাসপাতালে এই ঘটনার বিরুদ্ধে বিক্ষোভ আন্দোলনের ডাক দিয়েছে তারা৷

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০ ১১
১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭ ১৮
১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪ ২৫
২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১  
আর্কাইভ

এই মুহূর্তে

ঝড় আসছে ৫০-৬০ কিমি বেগে, সঙ্গে বৃষ্টি!
রবিবার, ৫ মে, ২০২৪
রবিবার, ৫ মে, ২০২৪
নদী বাঁধে ভাঙন, বড় বিপর্যয়ের মুখে সুন্দরবনবাসী!
রবিবার, ৫ মে, ২০২৪
রবিবার, ৫ মে, ২০২৪
রবিবার, ৫ মে, ২০২৪
রবিবার, ৫ মে, ২০২৪
রবিবার, ৫ মে, ২০২৪
জেনে নিন রবিবাসরীয় রাশিফল
রবিবার, ৫ মে, ২০২৪
শুভেন্দু-অভিজিতের নামে তমলুক থানায় এফআইআর দায়ের
শনিবার, ৪ মে, ২০২৪
ত্রিমুকুট জয়ের স্বপ্ন অধরাই! আইএসএল চ্যাম্পিয়ন মুম্বই সিটি এফসি
শনিবার, ৪ মে, ২০২৪
গলার স্বর বিকৃত করা হয়েছে, সিবিআই তদন্ত চান গধাধর
শনিবার, ৪ মে, ২০২৪
দুহাজার টাকার বিনিময়ে বিজেপি ধর্ষণের মিথ্যে অভিযোগ লিখিয়েছে, কী লজ্জা
শনিবার, ৪ মে, ২০২৪
কলকাতা পুলিশের তলবে সাড়া দিলনা রাজভবন
শনিবার, ৪ মে, ২০২৪
ভিডিও সাজানো, আইপ্যাকের কাজ, দাবি শুভেন্দুর
শনিবার, ৪ মে, ২০২৪
চুম্বনের আগে মাথায় রাখুন এই বিষয়গুলি
শনিবার, ৪ মে, ২০২৪
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.   Privacy Policy
Developed By KolkataTV Team