কোচবিহার: রাস্তার পাশে চায়ের দোকানে বিশ্রাম নিচ্ছিলেন চারজন৷ হঠাৎ একটি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে সেখানে ঢুকে পড়ে৷ তারপর গাড়ির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় ওই চারজনের৷ দুর্ঘটনায় আহত হন বেশ কয়েকজন৷ তাদের মধ্যে রয়েছে শিশুও৷ এই ঘটনাকে ঘিরে শনিবার ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে কোচবিহার তুফানগঞ্জের মারুগঞ্জ এলাকায়৷ দুর্ঘটনার জেরে দীর্ঘক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে ১৭ নম্বর জাতীয় সড়ক৷ তীব্র যানজট তৈরি হয় এলাকায়৷ পুলিস এসে রাস্তা যানজটমুক্ত করে৷
শনিবার তুফানগঞ্জ ১ ব্লকের মারুগঞ্জ পাকুরতলা বাজার এলাকায় ঘটনাটি ঘটে৷ এখনও পর্যন্ত তিনজনের পরিচয় জানা গিয়েছে৷ মৃতরা হল, বাসুদেব ঘোষ (৭০), ক্ষিতীশ (৫২) এবং বিল্লু দাস (৫৫)৷ আহত হয়েছে এক শিশু-সহ তিনজন৷ তাদের চিকিৎসার জন্য কোচবিহারের এমজেএন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ একজনের অবস্থা গুরুতর বলে পুলিস জানিয়েছে।
দুর্ঘটনার জেরে অবরুদ্ধ হয়ে পড়ে জাতীয় সড়কটি৷ শনিবার৷ নিজস্ব ছবি৷
মারুগঞ্জ পাকুরতলা বাজার এলাকার ১৭ নম্বর জাতীয় সড়কের পাশে রয়েছে বেশ কয়েকটি দোকান৷ স্থানীয়রা জানিয়েছেন, এ দিন একটি চায়ের দোকানে চারজন বিশ্রাম নিচ্ছিলেন৷ হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে একটি ডাম্পার দোকানে ঢুকে পড়ে এবং চারজনকে পিষে মারে৷ আশেপাশের বেশ কয়েকটি দোকানও ভেঙে যায়৷ এলাকাবাসীর অভিযোগ, চালক মদ্যপ অবস্থায় ছিল৷ ঘটনাস্থলে পৌঁছে পুলিস চালককে গ্রেফতার করে৷ পাশাপাশি দেহগুলি উদ্ধার করে হাসপাতালে পাঠায়৷
আরও পড়ুন: Bangladeshi: অনুপ্রবেশকারীদের জাল পরিচয়পত্র তৈরির চক্র, সিআইডির জালে ৭ প্রতারক