নয়াদিল্লি: জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি নিয়ে নাম না করে অবিজেপি শাসিত রাজ্যগুলি উপর দায় চাপালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর নিশানায় পশ্চিমবঙ্গ, তামিলনাডু, কেরল, ঝাড়খণ্ডের মত রাজ্যগুলি। অবিজেপি শাসিত এই সমস্ত রাজ্যগুলির কাছে আবেদন রেখেছেন প্রধানমন্ত্রী। অবিলম্বে জ্বালানি তেলের উপর থেকে ভ্যাট কমানোর আর্জি রেখেছেন।
নরেন্দ্র মোদির বক্তব্য, গত বছর নভেম্বর মাসে জ্বালানি তেলের উপর থেকে খানিকটা হলেও সেস কমিয়েছে কেন্দ্র। কেন্দ্রের অনুরোধে শুল্ক কমিয়েছে গুজরাট, কর্নাটক, উত্তরপ্রদেশের মত রাজ্যগুলি। কিন্তু কেন্দ্রের অনুরোধ মেনে ভ্যাট কমায়নি বেশ কয়েকটি রাজ্য। প্রধানমন্ত্রীর মতে, শুল্ক না কমানোর ফল ভুগতে হচ্ছে সেই সব রাজ্যগুলির সাধারণ মানুষকে। বিভিন্ন শহরে জ্বালানি তেলের লিটার প্রতি দাম কথায় তাঁর বক্তব্যে উদাহরণ হিসেবে টেনে এনেছেন নরেন্দ্র মোদি। বলেছেন, কলকাতায় লিটার প্রতি পেট্রলের দাম ১১৫ টাকা। আর লখনউয়ে ১০৫ টাকা।
Speaking at a meeting with Chief Ministers. https://t.co/WyeQyQS0UQ
— Narendra Modi (@narendramodi) April 27, 2022
দেশের কোভিড পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রীদের সঙ্গে আলোচনায় বসে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রসঙ্গ এক কথায় নজিরবিহীন। নাম না করেই অবিজেপি শাসিত সরকারের সমালোচনা করেছেন তিনি। মোদির কথায়, ‘নভেম্বর থেকে মে এই ছ’মাসে শুল্ক না কমিয়ে সাধারণ মানুষের সঙ্গে অন্যায় করা হয়েছে। রাজ্যগুলি হয়ত অনেক বেশি রাজস্ব আদায় করেছে কিন্তু মানুষকে রেহাই দেয়নি।’ এখানে প্রধানমন্ত্রী টেনে এনেছেন জম্মু-কাশ্মীর, কর্নাটক, গুজরাট, উত্তরপ্রদেশের উদাহরণ। নরেন্দ্র মোদি মনে করিয়ে দিয়েছেন, এই সমস্ত রাজ্যগুলি কেন্দ্রের অনুরোধ মেনে জ্বালানি তেলের উপর শুল্ক কমিয়েছে। রাজস্ব আদায়ের দিকটি মাথায় রাখনি। যে সব রাজ্যগুলির কথা প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন তার সবকটিই বিজেপি শাসিত।
আরও পড়ুন: Narendra Modi’s Foreign Tour: বৈদেশিক সম্পর্ক মজবুত করতে চলতি বছরে প্রথম বিদেশ সফরে মোদি
রাশিয়া-ইউক্রেন সংঘাতের ধাক্কা এসে পড়েছে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজারে। ভারতের বাজারেও পর পর টানা বেশ কয়েক দিন বেড়েছে পেট্রল-ডিজেলের দাম। নয়াদিল্লি, মুম্বই, চেন্নাই, কলকাতা সবকটি শহরেরই পেট্রলের দাম লিটার প্রতি ১১০টাকা ছাড়িয়েছে। ডিজেলের দামও লিটার প্রতি ১০০টাকা পার। এর সরাসরি প্রভাব এসে পড়েছে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দামে। চাল-ডাল-ভোজ্যতেল-চিনি-শাকসবজির দাম গুনতে হিমসিম খাচ্ছেন নিম্নবিত্ত-মধ্যবিত্ত সাধারণ মানুষ।
গত কয়েক মাসে পেট্রল-ডিজেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্রে বিজেপি শাসিত মোদি সরকারের বিরুদ্ধে জনমত তৈরি হয়েছে। সেই জনমতের অভিমুখ অন্য দিকে ঘুরিয়ে দিতেই কি অবিজেপি শাসিত রাজ্যের কোর্টে বল? এই প্রশ্ন তুলছেন রাজনৈতিক বিশেষজ্ঞেরা।