ওয়েলকাম টু টক অন ফ্যাক্টস (Talk on Facts)।
আপনাদের সঙ্গে আমি অমৃতা। আজকে আপনাদের এমন একটা টপিক নিয়ে আলোচনা করব যা শুনে আপনারা একটু অবাকই হবেন। রাতে ঘুম (Sleep) না আসার রোগের কারণ হতে পারে টিউবলাইট (Tube Light)। অবাক হচ্ছেন তো, হ্যাঁ অন্তত গবেষণা একথা জানাচ্ছে।
দেরি না করে আজকের শেষ টপিকে চলে যাই।
জল (Water) তো জীবন। জল না হলে এক দণ্ড বাঁচা যায় না। কিন্তু পৃথিবীতে এমন দেশও আছে যেখানে বেশি জল খেলে জরিমানা দিতে হয়। অবাক জলপান শুনতে লাগল তাই না। একটু বিস্তারিত জেনে নেওয়া যাক।