নয়াদিল্লি: ওমিক্রন (Omicron India) আতঙ্কের মধ্যেই টিকাকরণ কর্মসূচিতে (India’s Vaccination Drive) আরও এক মাইলস্টোন পেরল ভারত৷ দেশের প্রাপ্তবয়স্ক জনসংখ্যার ৫০ শতাংশের টিকার ডোজ সম্পূর্ণ৷ রবিবার টুইটে এ নিয়ে উচ্ছাস প্রকাশ করেছিলেন স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য৷ আজ সকালে স্বাস্থ্যমন্ত্রকের কাজের প্রশংসা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)৷ টুইটে লেখেন, কোভিডের (Fight Against Covid 19) বিরুদ্ধে লড়াইয়ে এই ধারাবাহিকতা বজায় রাখতে হবে৷ সেই সঙ্গে মাস্ক পরা এবং সামাজিক দুরত্ববিধি মেনে চলার কথা মাথায় রাখতে হবে৷
India’s vaccination drive crosses another important milestone. Important to keep this momentum to strengthen the fight against COVID-19.
And yes, keep following all other COVID-19 related protocols including masking up and social distancing. https://t.co/a26Cy65Jv2
— Narendra Modi (@narendramodi) December 6, 2021
যদিও দক্ষিণী দুই রাজ্য ছাড়া অধিকাংশ বিজেপি শাসিত এবং কেন্দ্রশাসিত অঞ্চলের ৫০ শতাংশ প্রাপ্ত বয়স্করাই টিকার দুটো ডোজ পেয়েছেন৷ স্বাস্থ্যমন্ত্রক থেকে পাওয়া তথ্য অনুযায়ী, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, চন্ডীগড়, দাদরা নগর হাভেলি, দমন দিউ, গোয়া, গুজরাত, হিমাচল প্রদেশ, কেরল, লাদাখ, মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ড এবং ত্রিপুরার প্রাপ্তবয়স্কদের ৫০ শতাংশের টিকার দু’টো ডোজ সম্পূর্ণ৷ স্বাস্থ্যমন্ত্রকের পরবর্তী লক্ষ্য, ৩১ ডিসেম্বরের মধ্যে দেশের প্রাপ্তবয়স্কদের সবাইকে দুটো ডোজ দেওয়া৷ ‘হর ঘর দস্তক’ কর্মসূচির মাধ্যমে সেই লক্ষ্যে পৌঁছনোর নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য৷ গত সপ্তাহে তিনি সবকটি রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চলের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছিলেন৷ সেখানেই তিনি ৩১ ডিসেম্বরের লক্ষ্যমাত্রা স্থির করে দেন৷
আরও পড়ুন: Nagaland: ইচ্ছে করেই নিরীহ নাগরিকদের ‘খুন’, সেনাবাহিনী অপারেশনের নাম দিয়েছিল ‘ডেথ’
ভারতে অনেকদিন আগেই ১০০ কোটি মানুষের টিকার একটি ডোজ নেওয়া হয়ে গিয়েছে৷ তার পর টিকাকরণই গতি অনেক শ্লথ হয়ে যায়৷ দেখা গিয়েছে, অনীহা থেকে অনেকেই দ্বিতীয় ডোজ আর নিতে আসছেন না৷ তাই গত মাসে হর ঘর দস্তক কর্মসূচি নিয়ে আসে কেন্দ্র৷ এই কর্মসূচির মাধ্যমে স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে অনিচ্ছুকদের বুঝিয়ে তাদের টিকা দিচ্ছে৷ সেই কর্মসূচির মাধ্যমে টিকাকরণের কাজে আবার গতি এসেছে৷ ভারতে এই মুহূর্তে প্রথম এবং দ্বিতীয় ডোজ মিলিয়ে টিকা পেয়েছেন ১২৭.৬১ কোটি মানুষ৷