নয়াদিল্লি: সোমনাথ মন্দিরের কাছে নতুন সার্কিট হাউস উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার সকাল ১১ টা নাগাদ এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে গুজরাতের এই সার্কিট হাউসটি ভার্চুয়ালি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গুজরাতের বহু বিদ্বজ্জন।
সার্কিট হাউসটি উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, ‘গুজরাতের কথা এলেই সোমনাথ মন্দিরের নাম উঠে আসে। পর্যটনের দিক দিয়ে গুজরাত অনেকটাই এগিয়ে। বিদেশি পর্যটকদের টানতে এই নয়া উদ্যোগ সরকারের। সরকার ভ্যাকসিন দিচ্ছে যাতে দ্রুত স্বাভাবিক হয় দেশ। পর্যটনকেই বেশি করে গুরুত্ব দিচ্ছে সরকার।’ অনুষ্ঠানে মোদি এও বলেন, ‘বিদেশে ঘুরতে যাওয়ার আগে দেশের নানা জায়গা ঘুরে দেখুন। দেশের মধ্যেই দেখার মতো অনেক সুন্দর জায়গা আছে।’
সোমনাথ মন্দিরের কাছে সার্কিট হাউস
কেন্দ্রীয় সরকার এখন ধর্মীয় পর্যটনের ক্ষেত্রেও বিশেষ গুরুত্ব দিচ্ছে। তার জন্যই গুজরাতের সোমনাথ মন্দিরে এই সার্কিট হাউস তৈরি করা হয়েছে। একইভাবে অযোধ্যায় রাম মন্দির তৈরি হওয়ার পরে সেখানেও এই ধরনের সার্কিট হাউস বা ট্যুরিস্ট লজ গড়ে উঠবে বলে সরকারি সূত্রের খবর।
সোমনাথ মন্দিরে প্রতি বছর লক্ষ লক্ষ পুণ্যার্থীর সমাগম হয়। দেশ বিদেশের প্রচুর ভক্ত আসেন এই মন্দিরের সৌন্দর্য্য উপভোগ করতে। তাই ওই জায়গায় একটি সার্কিট হাউসের দাবি অনেকদিন ধরেই ছিল স্থানীয়দের। অবশেষে প্রায় ৩০ কোটি টাকা খরচ করে এই সার্কিট হাউসটি তৈরি হয়েছে। সোমনাথ মন্দিরের ঢিল ছোঁড়া দূরে এই হাউসটি তৈরি করেছে সরকার।
সার্কিট হাউসের রাতের ছবি
সূত্রের খবর, বিশ্বমানের পরিষেবা মিলবে এই সার্কিট হাউসে। ভিআইপি, ডিলাক্স রুম, কনফারেন্স রুম, অডিটোরিয়াম সব কিছুই রয়েছে সেখানে। সার্কিট হাউসের ডিজাইন এমনভাবে তৈরি করা হয়েছে যাতে প্রতিটি ঘর থেকেই সমুদ্র দেখা যায়। সোমনাথ মন্দিরে আগত পুণ্যার্থীরা এই হাউসে থাকতে পারবেন।