পশ্চিম মেদিনীপুর: নির্দল প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারের হুঁশিয়ারি আগেই দিয়েছিল পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল নেতৃত্ব (Paschim Medinipur District TMC)৷ বুধবার সকাল ১১টা পর্যন্ত সময় দেওয়া হয়েছিল বিক্ষুব্ধদের৷ আজ সকাল পর্যন্ত কেউ মনোনয়ন প্রত্যাহার না করায় তাদের দল থেকে বের করে দিল তৃণমূল৷ এদিন মন্ত্রী মানস রঞ্জন ভুঁইয়াকে (Manas Ranjan Bhunia) পাশে বসিয়ে পিংলার বিধায়ক অজিত মাইতি বলেন, মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে ভোট দেন৷ যাঁরা নির্দল হয়ে দাঁড়িয়েছেন তাঁদের আমরা উপেক্ষা করতেই পারতাম৷ কিন্তু বিক্ষুব্ধদের কঠোর বার্তা দিতে এবং এই রেওয়াজ বন্ধ করতে তাঁদের বহিষ্কার করা হল৷
আগামী ২৭ ফেব্রুয়ারি পশ্চিম মেদিনীপুরের সাতটি পুরসভাতে ভোট৷ তৃণমূলের নির্বাচনী কো-অর্ডিনেটর অজিত মাইতি বলেন, সাতটির সাতটি পুরসভাতেই আমরা জয়ী হব৷ এই জেলায় সবচেয়ে শোচনীয় পরাজয় হবে বিজেপির৷ মানুষ বিজেপিকে একদম চাইছে না৷ ওরা তৃতীয় অথবা চতুর্থে নেমে যেতে পারে৷ এদিন জেলার কতজন কর্মীকে বহিষ্কার করা হয়েছে তাদের নাম পড়ে শোনান পিংলার বিধায়ক৷ মেদিনীপুর, খড়গপুর, ক্ষীরপাই, রামজীবনপুর ও চন্দ্রকোণা পুরসভা মোট ২০ জন নির্দল প্রার্থীকে বহিষ্কারের কথা জানান অজিত মাইতি৷
১০৮টি পুরসভার প্রার্থিতালিকা ঘোষণার পর থেকেই রাজ্যের বিভিন্ন পুরসভায় তৃণমূলের টিকিট না পাওয়া নেতারা নির্দল হিসাবে মনোনয়ন জমা দিতে শুরু করেন। যা নিয়ে অস্বস্তি বাড়ে দলের অভ্যন্তরে৷ তৃণমূলের তরফে বারবার নির্দলদের সিদ্ধান্ত প্রত্যাহারের আবেদন জানানো হয়৷ তাতে কাজ না হওয়ায় নির্দলদের শাস্তি দেওয়ার নিদান দলের সর্বোচ্চ স্তর থেকে জেলার নেতাদের কাছে পৌঁছয়৷
আরও পড়ুন: Firhad Hakim: পার্থর বার্তা কাজে আসল না, নির্দলদের ৫ দিন সময় দিলেন ফিরহাদ
এদিনই মালদহে গিয়ে নির্দল প্রার্থীদের হুঁশিয়ারি মন্ত্রী দেন ফিরহাদ হাকিম৷ মনোনয়ন প্রত্যাহারের জন্য তাদের পাঁচদিন সময় দিয়েছেন৷ ফিরহাদ বলেন, এই জেলার দুটি পুরসভায় যে সব তৃণমূলের সদস্যরা টিকিট না পেয়ে নির্দল হয়ে দাঁড়িয়েছেন, তাঁরা যেন নির্বাচন থেকে সড়ে দাঁড়ান। তাঁদেরকে পাঁচ দিন সময় দেওয়া হল। তা নাহলে দল থেকে তাঁদের বহিষ্কার করা হবে। দল যা সিদ্ধান্ত নেবে তা মেনে চলতে হবে।