রাঁচি: ঝাড়খণ্ডে ফের খনি দুর্ঘটনা৷ ধানবাদের একটি পরিত্যক্ত খনির একাংশ ধসে আটকে পড়েছেন বহু শ্রমিক৷ একাধিক সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি, অন্তত ৫০ জন খনির ভিতর আটকে পড়েছেন৷ পরিত্যক্ত ওই খনি থেকে বেআইনিভাবে কয়লা উত্তোলনের সময় বৃহস্পতিবার দুর্ঘটনাটি ঘটে৷ আটকে পড়াদের উদ্ধারের কাজ শুরু হয়েছে৷
যদিও ধানবাদের ডেপুটি কমিশনারকে উদ্ধৃত করে সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, বৃহস্পতিবার সকাল সাড়ে আটটা নাগাদ ৬০ ফুটের একটি কাঁচা রাস্তা ভেঙে পড়ে৷ ওই রাস্তার কাছের একটি কয়লা খনির লিজ নিয়েছে ভারত কুকিং কোল লিমিটেড৷ ডেপুটি কমিশনারের দাবি, খনি দুর্ঘটনায় এখনও পর্যন্ত কারওর চাপা পড়ার খবর মেলেনি৷ কারও মৃত্যুও হয়নি৷
Jharkhand | 60-feet 'kachcha' road collapsed at around 8:30am in Dhanbad near the temporarily closed mining lease area of Bharat Coking Coal Limited (BCCL). No trapping or any death/injury has been found till now or appears likely: Deputy Commissioner Dhanbad, Jharkhand
— ANI (@ANI) April 21, 2022
পরিত্যক্ত খনিতে ধস নামার ঘটনা অহরহ ঘটছে ঝাড়খণ্ডে৷ গত ফেব্রুয়ারিতে ধানবাদেরই একটি কয়লা খনিতে ধস নেমে মৃতু হয় একাধিক শ্রমিকের৷ মৃতদের অধিকাংশ ছিলেন মহিলা৷ দুর্ঘটনার সময় সেখানে বেআইনিভাবে কয়লা উত্তোলন করছিলেন তাঁরা৷ তারপরই ধস নামায় আটকে পড়েন বহু৷ শেষ পর্যন্ত উদ্ধার হয় ৬ জনের দেহ৷
50 people feared trapped in #coalmine following landslide near #Dhanbad in #Jharkhand, India#BREAKING pic.twitter.com/psjr0NNyXU
— The Voice Of Citizens®️ (@TVOCNews) April 21, 2022
স্থানীয়রা জানিয়েছেন, ধানবাদের কয়লা বেল্টে খুঁজলে বহু পরিত্যক্ত খনি পাওয়া যাবে৷ কয়লা উত্তোলনের পর খনির মুখ ঠিক মতো না বুজিয়েই রেখে দেয় সংস্থাগুলি৷ তারই সুযোগ নেয় কয়লা মাফিয়ারা৷ টাকার লোভে পরিত্যক্ত খনিতে কয়লা উত্তোলনে শ্রমিকদের পাঠায়৷ শ্রমিকরাও কিছু টাকা রোজগারের আশায় জীবনের ঝুঁকি নিয়ে সেই কাজ করেন৷ কোনও নিরাপত্তা বিধি না মেনেই তারা মাটির গভীরে নেমে যান৷ তারপর ধস নেমে ঘটে বিপত্তি৷